Scores

জেলে যেতে হয়েছে মুশফিকের ভক্তকে

সিলেট টেস্টকে যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে এদেশের ক্রিকেট অঙ্গন। অপেক্ষাকৃত কম শক্তিশালী জিম্বাবুয়ের কাছে বিশাল পরাজয় ক্রিকেট অঙ্গনকে দিয়েছে বড় বার্তা।

এবার মুশফিকের ছোঁয়া পেতে মাঠে ক্ষুদে ভক্ত!
মুশফিকুর রহিমের ক্ষুদে ভক্ত সিলেট টেস্টের প্রথম দিন প্রবেশ করে মাঠে। ছবি: বিডিক্রিকটাইম

তবে কিছু কারণে চাইলেও এই টেস্ট এত সহজে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবেন না সমর্থকরা। আর সেই কিছু কারনের দুটি কারণ- সিলেট টেস্টে দুইবার মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরতে ভক্তের মাঠে প্রবেশের ঘটনা।

টেস্টের প্রথম দিন (৩ নভেম্বর) জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ৪৮তম ওভার চলাকালে মুশফিকের ক্ষুদে এক ভক্ত গ্যালারির বাধা টপকে মাঠে প্রবেশ করে ছুটে যায় মুশফিকের কাছে। এই ঘটনায় পরবর্তীতে ভয় ও শঙ্কা প্রকাশ করেছিলেন মুশফিক। ঐ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার পর তৃতীয় দিন (৫ নভেম্বর) আবারও ঘটেছে একই ঘটনা।

আবারও মাঠে হাজির মুশফিকের ‘অনাহূত’ ভক্ত!
টেস্টের তৃতীয় দিন আরও এক ভক্ত ঘটান একই কাণ্ড। ছবি: বিডিক্রিকটাইম

জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের ৪২তম ওভার শেষ হওয়ার পর গ্যালারি টপকে মাঠে প্রবেশ করে এক ভক্ত মুশফিকের কাছে ছুটে যান এবং তাকে জড়িয়ে ধরেন। তবে এই ভক্ত দুই দিন আগের ঘটনার মত ক্ষুদে বা আনকোরা কেউ ছিলেন না, ছিলেন টগবগে তরুণ। পরিস্থিতি সামাল দিতে ক্রিকেটাররা জড়ো হয়ে যান এবং দ্রুত নিরাপত্তারক্ষীরা মাঠে প্রবেশ করে ভক্তকে সরিয়ে নেন।

Also Read - “যেভাবে সব সময় সমর্থন করেন সেভাবে করবেন”

ক্রিকেট অঙ্গনে নিরাপত্তার শঙ্কা জাগিয়ে তোলা ঐ দুই ভক্তের পরিণতি কী হয়েছিল? প্রথম দিন মাঠে প্রবেশ করা ক্ষুদে ভক্তের প্রতি খুব একটা কঠোর হয়নি প্রশাসন। মাঠ থেকে তাকে সোজা পাঠিয়ে দেওয়া হয় বাসায়। আর দ্বিতীয় ম্যাচের ‘তাগড়া জোয়ান’ ঐ ভক্তকে খাটতে হয়েছে জেল! ৫ ঘণ্টা হাজতবাসের পর বাবা-মায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন।

এতসব আলোচনার পর একটি প্রশ্ন আসে- নিরাপত্তা নিয়ে যখন এত শঙ্কা, কেন মাঠকে ঘেরা হচ্ছে না কাঁটাতার দিয়ে, দেশের অন্য স্টেডিয়ামগুলোর মত? সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বিডিক্রিকটাইমকে জানালেন, ‘কাঁটাতারের বেড়া দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এতে স্টেডিয়ামের সৌন্দর্য নষ্ট হবে।’

আরও পড়ুন: জিম্বাবুয়ে কোচের কাছে জয়টি ‘দীপাবলির উপহার’

Related Articles

১০ বছর পর পাকিস্তানে টেস্ট ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত

টেস্ট ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে জাফর একা নন

নিউজিল্যান্ডের লজ্জার রেকর্ডের ৬৪ বছর পূর্তি

টেস্টের মানসিকতা ওয়ানডেতে ‘ট্রান্সফার’ করার চেষ্টায় সাদমান