টানা ৬ হারের পর ব্যাঙ্গালুরুর টানা ৫ম জয়

প্রকাশিত হয়েছে - 2024-05-13T10:18:30+06:00
আপডেট হয়েছে - 2024-05-13T10:18:30+06:00
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর যাত্রাটা যেন রোলার কোস্টারের মতো। টানা ৬ পরাজয়ে আসর থেকে যখন প্রায় ছিটকে যাওয়ার দশা, তখন টানা ৫ জয় তুলে নিয়ে এখনও শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিরা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
রবিবার (১২ মে) সসরের ৬২তম ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে ৪৭ রানে হারিয়েছে ব্যাঙ্গালুরু। ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান জড়ো করে দলটি। রজত পতিদার হাঁকান অর্ধশতক, ৫২ রান করেন ৩২ বল মোকাবেলায়। এছাড়া উইল জ্যাকস ৪১, ক্যামেরন গ্রিন অপরাজিত ৩২ ও বিরাট কোহলি ২৭ রান করেন।
দিল্লীর পক্ষে দুটি করে উইকেট শিকার করেন খলিল আহমেদ ও রাসিখ সালাম। এছাড়া একটি করে উইকেট পান ইশান্ত শর্মা, মুকেশ কুমার ও কুলদীপ যাদব।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে হারিয়ে ফেলে দিল্লী। জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ৮ বলে ২১ রানের ক্যামিও খেলে বিদায় নিলে মন্থর হয়ে যায় রানের গতি। ২৩ বলে ২৯ রান করেন শাই হোপ। মাঝখানে ভারপ্রাপ্ত অধিনায়ক অক্ষর প্যাটেলের ৩৯ বলে গড়া ৫৭ রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ব্যাটিং ব্যর্থতায় ১৯.১ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় দিল্লী ক্যাপিটালস। আরসিবি পায় ৪৭ রানের বড় জয়।
দলের পক্ষে ২০ রানের খরচায় ৩টি উইকেট শিকার করেন যশ দয়াল। এছাড়া লকি ফার্গুসন শিকার করেন দুটি উইকেট।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।