
টি-টোয়েন্টি সংস্করণে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার প্রদানের আগে মনোনয়ন পাওয়া চার জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। তালিকায় চার দেশ থেকে চার জন ক্রিকেটার আছেন।

এ বছর টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ডগড়া মোহাম্মদ রিজওয়ান অনুমিতভাবেই আছেন এই তালিকায়। এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন ২৯টি ম্যাচ। এই উইকেটরক্ষক ব্যাটার ৭৩.৬৬ গড়ে রান করেছেন ১৩২৬। উইকেটের পেছনে ডিসমিসাল আছে ২৪টি।
মনোনয়ন পাওয়া আরেক ক্রিকেটার হলেন ইংল্যান্ডের জস বাটলার। তিনি এ বছর খেলেছেন ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ। ৬৫.৪৪ গড়ে বাটলারের ব্যাট থেকে এসেছে ৫৮৯ রান। স্ট্রাইকরেট ১৪৩.৩০। বাটলারের নামের পাশে ডিসমিসাল আছে ১৩টি।
অস্ট্রেলিয়ার মিচেল মার্শও মনোনয়ন পেয়েছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার ২১ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৬২৭ রান। গড় ৩৭.৮৮। এছাড়া বল হাতে মার্শ শিকার করেছেন আটটি উইকেট।
এছাড়াও মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। স্বল্প সময়ে বিশ্বক্রিকেটে ভালো সুনাম কুড়িয়েছেন তিনি। এ বছর ২০ ম্যাচে এই লেগ স্পিনার শিকার করেছেন ৩৬টি উইকেট। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হ্যাটট্রিক করেছিলেন হাসারাঙ্গা। এছাড়া ব্যাট হাতে তিনি সংগ্রহ করেছেন ১৯৬ রান।
এর আগে টেস্টের বর্ষসেরা তালিকায় চার ক্রিকেটারকে মনোনয়ন দিয়েছে আইসিসি। তারা হলেন- জো রুট, দিমুথ করুণারত্নে, রবিচন্দ্রন অশ্বিন ও কাইল জেমিসন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।