টি-টোয়েন্টি লিগগুলোতে ভারতের দাপটে দুশ্চিন্তায় পিসিবি
ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় সংস্করণ টি-টোয়েন্টি। আর সেই সংস্করণে বাণিজ্যটাও হয় অনেক বেশি। বিশ্বব্যাপী বিপুল পরিমাণে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সংখ্যাও তাই দিনদিন বেড়েই চলছে।

টি-টোয়েন্টি লিগগুলোতে ভারতের দাপটে দুশ্চিন্তায় পিসিবি
প্রকাশিত হয়েছে - 2022-09-28T20:39:05+06:00
আপডেট হয়েছে - 2022-09-28T20:39:05+06:00
খেলার সারসংক্ষেপ
ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় সংস্করণ টি-টোয়েন্টি। আর সেই সংস্করণে বাণিজ্যটাও হয় অনেক বেশি। বিশ্বব্যাপী বিপুল পরিমাণে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সংখ্যাও তাই দিনদিন বেড়েই চলছে।
পিএসএলে অনেক তারকারাই খেলেন। ফাইল ছবি
সবার আগে টি-টোয়েন্টি লিগের প্রচলন শুরু করে ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) লিগ দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন উচ্চতায় যাওয়া শুরু। ব্যাপক সাফল্যের পর এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগই বনে গেছে আইপিএল। অর্থের ঝনঝনানির সাথে জনপ্রিয়তা মিলেমিশে বাণিজ্যও উঠে গেছে চরমে। জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে দেশের খেলা বাদ দিয়েও আইপিএল খেলছেন অনেক ক্রিকেটাররা এবং বোর্ডগুলোও অনুমতি দিচ্ছে ক্রিকেটারদেরকে।
আইপিএলের এমন আকাশচুম্বি সফলতার পর অন্য দেশও চালু করা শুরু করেছে নিজেদের টি-টোয়েন্টি লিগ। পাকিস্তানে পিএসএল, ওয়েস্ট ইন্ডিজে সিপিএল, বাংলাদেশে বিপিএলসহ আরও বহু দেশেই যাত্রা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ। সামনের দিনগুলোতে এসব লিগের সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা যাচ্ছে।
সম্প্রতি টি-টোয়েন্টি লিগগুলোতে বেড়েছে ভারতের দাপট। দক্ষিণ আফ্রিকান লিগ এসএ২০, সংযুক্ত আরব আমিরাতের লিগ আইএল টি-টোয়েন্টি – এসব টুর্নামেন্টে দলের মালিকানা নিয়েছে আইপিএলের অনেক ফ্র্যাঞ্চাইজি। এসএ২০ তে ছয়টি দলের সবগুলোর মালিকানাতেই আছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি, অন্যদিকে আইএল টি-টোয়েন্টিতে ছয়টি দলের মধ্যে পাঁচটির মালিকানাতেই আছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি। দুই টুর্নামেন্টের নিলাম শেষে দেখা গেছে এসএ২০ এর কোনো দল পাকিস্তানের কোনো ক্রিকেটারকে দলে ভেড়ায়নি। আইএল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন একজন পাকিস্তানি, আজম খান। তবে আজমকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের মালিকনাধীন দল ডেজার্ট ভাইপারস।
আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দলগুলোতে পাকিস্তানিরা নিষিদ্ধ হয়েছেন বিষয়টি এরকম নয়। তবে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে জাতীয় দলের খেলা আছে পাকিস্তানি ক্রিকেটারদের। দল না পাওয়ার ক্ষেত্রে এই বিষয়ের ভূমিকাও থাকতে পারে।
দুনিয়ার সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ আইপিএল। ফাইল ছবি
ঘটনা যাইহোক এরকম বিষয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। ইতোমধ্যে অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোর সাথে পিএসএল খেলার জন্য ক্রিকেটারদেরকে এনওসি দেওয়ার জন্য আলাপ-আলোচনা হয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানি ক্রিকেটারদেরকেও বাইরের লিগগুলোতে খেলার জন্য এনওসি দিতে রাজি হবে পিসিবি।
আইপিএলে প্রথম মৌসুমের (২০০৮) পর থেকেই নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার। নিকট অতীতে আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দলে এখন পর্যন্ত খেলার সুযোগ পেয়েছেন মাত্র দুইজন পাকিস্তানি ক্রিকেটার। একজন হচ্ছেন আজম খান, খেলছেন বারবাডোজ রয়্যালসের হয়ে। অন্যজন হলেন ফাতিমা সানা যিনি একই ফ্র্যাঞ্চাইজির নারী দলের হয়ে খেলেছেন।
টি-টোয়েন্টি লিগগুলোতে ভারতের দাপট ক্রমেই বাড়ছে। বিষয়টি তাই বেশ দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে পিসিবিকে। তবে পিএসএলে বিদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে এখনও আশাবাদী পিসিবি। সেসময়ে পাকিস্তান কোনো ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলে না বিধায় পাকিস্তানের ক্রিকেটাররাও থাকছেন নিশ্চিতভাবেই।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।