টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন কনলি
চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না অজি অলরাউন্ডারের

প্রকাশিত হয়েছে - 2024-11-10T18:12:29+06:00
আপডেট হয়েছে - 2024-11-10T18:12:29+06:00
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হেরে সিরিজ খুঁইয়েছে অস্ট্রেলিয়া। ২০০২ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে সিরিজ হারাল পাকিস্তান। এর সাথে নতুন দুঃসংবাদ শুনতে হয়েছে অজিদের। চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার কুপার কনলি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না কনলির
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে হাতে আঘাত কনলি। মোহাম্মদ হাসনাইনের করা একটি শর্ট বলে পুল খেলতে গিয়ে হাতে আঘাত পান কনোলি। এরপর অস্বস্তিতে ভোগায় আরেকটি বল খেলে রিটায়ার্ড হার্ট হন তিনি। এরপরের চোটের বিষয়ে জানতে মাঠ ছেড়ে গিয়ে বিভিন্ন পরীক্ষা করান।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র কনোলির বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। স্ক্যান রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে কনলির বামে হাতের চতুর্থ মেটাকার্পালে চিড় ধরেছে। আপাতত একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে চোট পরবর্তী প্রক্রিয়া চালাবেন তিনি। শীঘ্রই তার পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজের দলে যুক্ত হবেন একজন।
গত সেপ্টেম্বরে ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ২১ বছর বয়সী কনলির। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে জায়গা পেলেও সিরিজে আজই প্রথমবারের মতো একাদশে ছিলেন তিনি। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র দুই ম্যাচ খেলেছেন কুপার কনলি। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের সুযোগ হয়নি তার। বল হাতেও পাননি কোন উইকেটের দেখা। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচ খেলে এই অলরাউন্ডারের রান ২২৬, স্ট্রাইক রেট ১৪৫.৮০। বাঁহাতি স্পিনে উইকেট নিয়েছেন ৬টি।
অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর। ব্রিসবেনে প্রথম টি-টোয়েন্টি খেলে বাকি দুই ম্যাচ খেলতে হোবার্ট ও সিডনি যাবে দুই দল। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬ ও ১৮ নভেম্বর।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।