
ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। সেই খেলার নিপাট ক’জন ভদ্রলোকের তালিকা করলে সেখানে থাকবে রস টেলরের নাম। অথচ এবার কিউই এই তারকাই বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন।
তাও কিনা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে! এমন অনাকাঙ্ক্ষিত আচরণ টেলরের সাথে ঘটিয়েছেন যারা, তারা অবশ্য শাস্তিও পেয়েছেন। ঘটনাটি ভারত-নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিনের।
করোনা মহামারীর প্রকোপের মধ্যেও সাউদাম্পটনের অ্যাজেস বোলে হাই ভোল্টেজ ফাইনালে রাখা হয়েছে দর্শক। স্বাস্থ্যবিধি মেনে মাঠে প্রবেশ করা এমনই দুই ভারতীয় দর্শক পঞ্চম দিনের খেলা চলাকালে গ্যালারি থেকে টেলরের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করেন।
বিষয়টি আইসিসির নজরে পড়তেই কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়। আইসিসির পক্ষ থেকে মাঠের নিরাপত্তাকর্মীদের বিষয়টি অবহিত করা হয়। এরপর অভিযুক্ত ঐ দুই দর্শককে চিহ্নিত করে তাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে।
টেলরের উদ্দেশে বর্ণবাদী আচরণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন একজন সমর্থক। তার টুইটেই বিষয়টি আইসিসির নজরে আসে। আইসিসির ত্বরিত গতিতে এই ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্তে মুগ্ধ হয়েছেন অনেকেই।
@ClaireFurlong14 @ICCMediaComms hey folks, is there anyone at the ground taking note of crowd behaviour? There is a patron yelling abuse at the NZ team. There’s been some pretty inappropriate stuff throughout the day, including reports of racist abuse directed at LRPL Taylor.
— Dominic da Souza (@teddypaton) June 22, 2021
Can you let me know where you are sat and I’ll report it to the security team? Thanks
— Claire Furlong (@ClaireFurlong14) June 22, 2021
Ahh ok, I’ll pass to security and see if they can root them out! Thanks again for bringing it to our attention and enjoy the rest of the game.
— Claire Furlong (@ClaireFurlong14) June 22, 2021
Thanks Claire.
— Dominic da Souza (@teddypaton) June 22, 2021