টেস্ট-ওয়ানডে থেকে কবে অবসরে, মুখ খুললেন রোহিত

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-07-15T22:03:44+06:00
আপডেট হয়েছে - 2024-07-15T22:03:44+06:00
বিদায়টাও সুখকর হতে পারে, যদি সময়মতো বিদায় নেওয়া যায়। রোহিত শর্মা যেমন মধুর বিদায় নিলেন টি-২০ থেকে, দেশকে বিশ্বকাপ জিতিয়ে। বয়স ৩৭, ক্রিকেট ক্যারিয়ার আর আছেই বা ক’দিন! তবে যতদিন আছে, টেস্ট ও ওয়ানডে খেলতে দেখা যাবে হিটম্যানকে।
তবে ভারতীয় অধিনায়ক এই দুই ফরম্যাট আর কতদিন খেলবেন তা নিয়ে আছে ধোঁয়াশা। এবার রোহিত নিজেই মুখ খুললেন। ডালাসে ছুটি কাটানোর ফাঁকে ফুরফুরে মেজাজে দিলেন অবসর প্রসঙ্গে প্রশ্নের উত্তর। সমর্থকদের জন্য দিলেন স্বস্তির খবর।
রোহিত বলেন, ‘বিদায় জানানোর জন্য এরচেয়ে ভালো সময় পেতাম না। এটাই আমার শেষ ম্যাচ ছিল। এই ফরম্যাটের শুরু থেকে আমি সময়টা উপভোগ করেছি, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। তাই ট্রফি জিততে মরিয়া ছিলাম।'
তবে বাকি দুই ফরম্যাটে ঠিক কতদিন খেলবেন? রোহিতের জবাব, 'আমি খুব বেশি দূরের সময় নিয়ে ভাবি না। তবে নিশ্চিতভাবেই আরও কিছুটা সময় আপনারা আমাকে খেলতে দেখবেন।'
কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির পর রোহিত ভারতের তৃতীয় অধিনায়ক, যার অধীনে দল জিতেছে বিশ্বকাপ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের পর এই ট্রফি জিততে মুখিয়ে ছিলেন তিনি। শেষমেশ ট্রফি জিতেই বিদায় নিয়েছেন টি-২০ ফরম্যাট থেকে। তবে বিশ্বকাপ ছাড়াই হয়ত তাকে থামতে হতো। কারণ বার্বাডোজের ফাইনালে একপর্যায়ে দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনাই ছিল বেশি। সেই সময়ে ভারত মাথা ঠাণ্ডা রাখার পরীক্ষা দিয়েছে, মনে করেন রোহিত।
তিনি বলেন, 'মাথা পুরোপুরি শূন্য হয়ে গিয়েছিল। পরিস্থিতির দিকে খেয়াল রাখছিলাম। মাথা ঠাণ্ডা রাখা প্রয়োজন ছিল। যখন দক্ষিণ আফ্রিকার ৩০ বলে ৩০ রান প্রয়োজন, তখন চাপে পড়ে গিয়েছিলাম। কিন্তু পরের ৫ ওভারেই আমরা প্রমাণ করেছি, ঠাণ্ডা মাথায় কী কী করা সম্ভব।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।