টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ
২০২৭ সালে এমসিজিতে আয়োজিত হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিশেষ ম্যাচটি

প্রকাশিত হয়েছে - 2024-08-18T13:15:31+06:00
আপডেট হয়েছে - 2024-08-18T13:15:31+06:00
ক্রিকেটের সবচেয়ে কুলীন ফরম্যাট টেস্ট ক্রিকেট। টেস্টের জন্ম হয়েছিল ১৮৭৭ সালে। ২০২৭ সালে এই ফরম্যাটের ১৫০ বছর পূর্তি হবে। এই মুহুর্তকে স্মরণীয় করতে রাখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে(এমসিজি) আয়োজিত হবে একটি বিশেষ টেস্ট ম্যাচ। যেখানে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)
টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচে এমসিজিতেই মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই সময় ম্যাচের পরিচয় টেস্ট ক্রিকেট ছিল না। জেমস লিলিহোয়াইটের ইংল্যান্ড দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুটি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ান একাদশের সঙ্গে। পরে ওখান থেকেই টেস্ট ক্রিকেটের সূচনা ধরা হয় আনুষ্ঠানিকভাবে। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ৪৫ রানে। একইভাবে একশ বছর পূর্তিতে এমন বিশেষ ম্যাশ খেলেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই ম্যাচেও কাকতালীয়ভাবে ৪৫ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।
প্রথম ম্যাচের মতো শতবর্ষ পূর্তির ম্যাচটিও আয়োজিত হয়েছিল মার্চে। তবে ২০২৭ সালে মার্চে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর৷ থাকায় ১৫০ বছর পূর্তির ম্যাচটি মার্চে আয়োজিত হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। ২০২৭ সালের জুনের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আয়োজনের বাধ্যবাধকতা থাকায় সিরিজের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে অজিরা।
এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০২৪-২৫ থেকে ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত পুরুষদের বিভিন্ন আন্তর্জাতিক টেস্ট, ওয়ানডে, টি-২০ এবং অন্যান্য ম্যাচের জন্য ভেন্যু বরাদ্দের ঘোষণা দিয়েছে। এ সময়ের ভেতর মেলবোর্নে প্রতি বছর হবে বক্সিং ডে টেস্ট। নববর্ষ টেস্টের ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)। পার্থের অপটাস স্টেডিয়াম আগামী তিন মৌসুমের জন্য মৌসুমের উদ্বোধনী টেস্ট আয়োজন করবে।
ব্রিজবেনে ২০৩২ সালে বসবে অলিম্পিকের আসর। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরকে সামনে রেখে গ্যাবার স্টেডিয়াম পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। পরবর্তী দুটি মৌসুমে ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের পর এই ভেন্যুতে ম্যাচ আয়োজন বন্ধ থাকবে । ২০৩০ সালে পুনর্নির্মাণ কাজ শেষ হবে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।