██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

টেস্ট ক্রিকেটে উন্নতির অনেক জায়গা দেখছেন শান

লাল বলের ক্রিকেট নিয়ে কাজ করার তাগিদ শানের।

টেস্ট ক্রিকেটে উন্নতির অনেক জায়গা দেখছেন শান

টেস্ট ক্রিকেটে উন্নতির অনেক জায়গা দেখছেন শান

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-09-04T10:51:53+06:00

আপডেট হয়েছে - 2024-09-04T10:51:53+06:00

ঘরের মাঠে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হেরেছে তারা। স্বাভাবিকভাবেই দলের দিকে ধেয়ে যাচ্ছে সমালোচনার তীর।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  শান মাসুদ। সিরিজে বারবার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অন্যদিকে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়েও পরে তা আর ধরে রাখতে পারেনি পাকিস্তান। ম্যাচ শেষে বাংলাদেশকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি নিজেদের টেস্ট ক্রিকেটে উন্নতির জায়গাও দেখিয়ে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।

 

সংবাদ সম্মেলনে শান বলেন, ‘আসলে এখানে বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে দারুণ মানসম্পন্ন দল ছিল। তারা অনেক শৃঙ্খলাবদ্ধ ছিল দল হিসেবে। দুই ম্যাচেই তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিতেছে।’

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


শানের মতে, ‘আমাদের নিজেদের ভুলগুলো দেখে তা স্বীকার করে নিতে হবে। একটি বাস্তবতা আমাদের সামনে চলে এসেছে যে, ফিটনেসের ব্যাপারে মানসিক এবং শারীরিকভাবে চার-পাঁচদিন খেলার মত সামর্থ্য থাকতে হবে। এই সিরিজে দেখা গেছে আমাদের এখানে কাজ করতে হবে। আমি ১০ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলে যা মনে করি, ক্রিকেটারদের ফিটনেস নিয়ে নিজেদের কাজ করে যেতে হবে। প্রথম ম্যাচে আমরা চার পেসার খেলিয়েছিলাম কারণ কাউকে যদি হারাতে হয় তাহলে ৩ জন নিয়ে লড়াই চালানো যাবে। এখন দ্বিতীয় ম্যাচে ৩ জন খেলিয়ে দুই ইনিংসে দুর্ভাগ্যজনকভাবে ১ জন করে পেসারকে পাইনি আমরা। বোলিং, ব্যাটিং ইউনিটে দ্বিতীয় ইনিংসে আমরা অনেক চাপে পড়ে গিয়েছিলাম। প্রতিবার প্রথম ইনিংসে দেখুন, আমরা টসে হেরে ব্যাট করতে নেমেছি দুইবারই। দুইবারই ভালো ব্যাট করলাম। প্রথম ম্যাচে ৪৪৮ করলাম। দ্বিতীয় ম্যাচে ২৭৪ করেছি। তাদের ২৬ রানে ৬ উইকেট পড়েছিল, এখানেই তো বুঝা যাচ্ছে পিচের প্রভাবটা। এরকম পিচে আমরা আগে ব্যাট করে ২৭৪ রান করেছি। ইতিবাচক দিক হচ্ছে আমাদের বোলিং, ব্যাটিংয়ে শুরুটা খুব ভালো হচ্ছে। কিন্তু চার পাঁচ দিন ধরে খেলে যাওয়ার মত মানসিকতা বা ফিটনেস আমাদের হয়ত ছিল না। এখানেই পাকিস্তানের ক্রিকেটকে কাজ করতে হবে বলে আমার মনে হয়।’

 

টেস্ট অধিনায়ক হওয়ার পর পাঁচ টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন শান মাসুদ। পাঁচটিতেই হেরেছে পাকিস্তান। অধিনায়ক বলেছেন, ‘দ্বিতীয় ক্ষেত্রে, আমি যেহেতু দায়িত্ব নিয়েছি এখানে দলকে সঠিক দিক নির্দেশনায় আমি নিয়ে যেতে চাই। হেরে গেলেও আমি দলের হয়ে লড়ে যেতে চাই। আমার সময় শেষ হওয়ার আগ পর্যন্ত আমি লড়াই চালিয়ে যেতে চাই।’

 

শান আরও বলেন, ‘আসলে পেস বোলারদের ক্ষেত্রে ৩ পেসার খেলিয়ে প্রথম ইনিংসে আমরা মোহাম্মদ আলিকে হারালাম, খুররামকে (শাহজাদ) দ্বিতীয় ইনিংসে হারালাম। যদি সিরিজের আগে এতকিছু বুঝতে পারতাম, হয়ত শাহীন (শাহ আফ্রিদি) আর নাসিমকে (শাহ) দুই ম্যাচ মিলিয়ে খেলাতাম (একজনকে একটায়, আরেকজনকে পরেরটায়)। কারণ এখানে আপনাকে ফেয়ার থাকতে হবে। শাহীন অনেক ম্যাচ খেলেছে। সে তিন ফরম্যাটেই খেলে থাকে। নাসিম শেষ টেস্ট খেলেছিল করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ফলে সবার স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। সামনে আমাদের অনেক খেলা আছে। এখানে সবকিছু বিবেচনায় নিতে হয়েছে। নাসিমকে ১২শ হিসেবে রেখেছিলাম। হয়ত চারটা পেসার খেলাতে পারতাম। কিন্তু এখানে মির হামজাকে খেলিয়েছি বাঁহাতি হওয়ার কারণে, শাহীন না থাকায় যেটা আমরা মিস করতাম। অনেক চিন্তা ছিল এসবের পিছনে। দলের সেরা দুই পেসারকে বিশ্রাম দেওয়া কখনওই সহজ ব্যাপার নয়। সাথে সাথে অন্যদেরও তৈরি করতে হবে। হামজা, খুররামদের আমাদের তৈরি করতে হবে আন্তর্জাতিক ম্যাচ খেলিয়ে। তারাও তো অত বেশি ম্যাচ খেলেনি। সবকিছু ভাবতে হয়েছে আমাদের।’

 

লাল বলের ক্রিকেটে জোর দেওয়ার তাগিদ জানিয়ে শান বলেছেন, ‘আসলে এখানে পেশাদার হিসেবে ক্রিকেট খেলে থাকি আমরা। আমরা চাই পাকিস্তানের ক্রিকেট এগিয়ে যাক। লাল বলের ক্রিকেটে এগিয়ে যেতে হলে লাল বলের ক্রিকেটে অনুশীলন করতে হবে। ম্যাথ পরীক্ষার সময় সাইন্স পড়ে তো লাভ নেই। ম্যাথ পরীক্ষার আগে আপনাকে ম্যাথই পড়তে হবে। এটাই পেশাদার ব্যাপার। আমাদের ভাবতে হবে কীভাবে আমরা লাল বলের ক্রিকেটে আরও ভালো করতে পারি। কোনো অজুহাত দিতে চাই না আমি। আমরা হেরেছি আমাদের দোষ আছে, মেনে নিচ্ছি।’


দুই ম্যাচের টেস্ট সিরিজটা ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.