টেস্ট চ্যাম্পিয়নশিপে উড়ছে ভারত
টেস্ট ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি করতে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও পাকিস্তান ব্যতীত বাকি ৭টি দল ইতোমধ্যে মাঠে নেমে গেছে। যেখানে শতভাগ সাফল্য নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত। দেশ ও দেশের বাইরে দাপুটে জয় তুলে নেয়া ভারত আগামী মাসে ঘরের মাঠে মোকাবেলা করবে বাংলাদেশকে।
গত ১লা আগস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজ দিয়ে। প্রথম দিনেই রোমাঞ্চ ছড়িয়েছিলেন স্টিভ স্মিথ। মাসের শেষে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বেন স্টোকস। সাদা পোশাকের এই লড়াইকে আরও রঙিন করেছেন রোহিত শর্মা-মোহাম্মদ শামিরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি- মোট তিন টেস্টের তিনটিতেই জয় তুলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিরাট কোহলির ভারত। তাদের মোট পয়েন্ট ১৬০। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে এই দলটির বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সিরিজটি ছিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে। লঙ্কায় অনুষ্ঠেয় দুই ম্যাচের সিরিজে দুই দলই একটি করে জয় পায়। সমান ৬০ করে পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সবচেয়ে রোমাঞ্চ ছড়িয়েছে ইংল্যান্ডের মাটিতে হয়ে যাওয়া অ্যাশেজ সিরিজ। পাঁচ ম্যাচে সিরিজের অ্যাশেজ ট্রফিটি উঠেছে অজি অধিনায়ক টিম পেইনের হাতে। তবে সিরিজটিন ২-২ এ ড্র হয়েছে। সমান ২ জয়, ২ হার ও ১ ড্র নিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে। তাদের পয়েন্ট ৫৬ করে।
দক্ষিণ আফ্রিকা ১টি এবং ওয়েস্ট ইন্ডিজ দুইটি ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি। অপরদিকে এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের।
একনজরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল:
দল | ম্যাচ | জয় | হার | ড্র | পয়েন্ট |
ভারত | ৩ | ৩ | ০ | ০ | ১৬০ |
নিউজিল্যান্ড | ২ | ১ | ১ | ০ | ৬০ |
শ্রীলঙ্কা | ২ | ১ | ১ | ০ | ৬০ |
অস্ট্রেলিয়া | ৫ | ২ | ২ | ১ | ৫৬ |
ইংল্যান্ড | ৫ | ২ | ২ | ১ | ৫৬ |
দক্ষিণ আফ্রিকা | ১ | ০ | ১ | ০ | ০ |
ওয়েস্ট ইন্ডিজ | ২ | ০ | ২ | ০ | ০ |
বাংলাদেশ | ০ | ০ | ০ | ০ | ০ |
পাকিস্তান | ০ | ০ | ০ | ০ | ০ |
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।