Scores

টেস্ট র‍্যাংকিংয়ে তামিম, মুশফিক, মুমিনুল ও তাইজুলের উন্নতি

শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হেরে গেলেও র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশিদের। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে এগিয়েছেন ব্যাটসম্যান তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক ও বোলার তাইজুল ইসলাম। 

টেস্ট র‍্যাংকিংয়ে তামিম, মুশফিক, মুমিনুল ও তাইজুলের উন্নতি

ক্যান্ডিতে প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও চওড়া ছিল তামিমের ব্যাট। এতে তিন ধাপ এগিয়ে ২৭তম স্থানে অবস্থান তার। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে এক ধাপ করে এগিয়েছেন অধিনায়ক মুমিনুল ও আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক। মুমিনুল ৩০তম ও মুশফিক ২১তম স্থানে রয়েছেন। বাংলাদেশিদের মধ্যে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে মুশফিকই শীর্ষে।

Also Read - মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে পিসিবির প্রশংসনীয় উদ্যোগ


ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে। ১১তম স্থানে উঠে এসে শীর্ষ দশের ভেঁপু শুনছেন বাংলাদেশি বোলারদের ভোগানো এই ওপেনার। যথারীতি শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

বোলারদের মধ্যে সবার ওপরে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এই ক্যাটাগরিতে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে তাইজুল ইসলাম। র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে তিনি এখন ২৪তম স্থানে। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে জেসন হোল্ডার। সাকিব আল হাসান আছেন পঞ্চম স্থানে।

একনজরে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ দশ

  • ব্যাটসম্যান
অবস্থাননামরেটিং
১মকেন উইলিয়ামসন৯১৯
২য়স্টিভ স্মিথ৮৯১
৩য়মার্নাস লাবুশেন৮৭৮
৪র্থজো রুট৮৩১
৫মবিরাট কোহলি৮১৪
৬ষ্ঠরিশভ পান্ট৭৪৭
৬ষ্ঠহেনরি নিকোলস৭৪৭
৬ষ্ঠরোহিত শর্মা৭৪৭
৯মবাবর আজম৭৩৬
১০মডেভিড ওয়ার্নার৭২৪

 

  • বোলার 
অবস্থাননামরেটিং
১মপ্যাট কামিন্স৯০৮
২য়রবিচন্দ্রন অশ্বিন৮৫০
৩য়নেইল ওয়াগনার৮২৫
৪র্থজেমস অ্যান্ডারসন৮২২
৫মজশ হ্যাজলউড৮১৬
৬ষ্ঠটিম সাউদি৮১১
৭মস্টুয়ার্ট ব্রড৭৯২
৮মজেসন হোল্ডার৭৫৫
৯মকাগিসো রাবাদা৭৫৩
১০মমিচেল স্টার্ক৭৪৪

 

  • অলরাউন্ডার 
অবস্থাননামরেটিং
১মজেসন হোল্ডার৪২৩
২য়বেন স্টোকস৩৯৩
৩য়রবীন্দ্র জাদেজা৩৮৬
৪র্থরবিচন্দ্রন অশ্বিন৩৫৩
৫মসাকিব আল হাসান৩৩৮
৬ষ্ঠকাইল জেমিসন২৯৩
৭মমিচেল স্টার্ক২৭৫
৮মকলিন ডি গ্র্যান্ডহোম২৫৮
৯মপ্যাট কামিন্স২৪৯
১০মক্রিস ওকস২৩৮

 

Related Articles

রেকর্ড গড়া রেটিং নিয়ে র‍্যাংকিংয়ে প্রবেশ কনওয়ের

ওয়ানডে র‍্যাংকিংয়ে রিয়াদ, মোসাদ্দেক, তাসকিনের উন্নতি

কখনও ভাবিনি দুই নম্বরে আসব : মিরাজ

ওয়ানডেতে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে মুশফিক

ওয়ানডে র‍্যাংকিংয়ে দ্বিতীয় মিরাজ, শীর্ষ দশে মুস্তাফিজ