
ডাকেটের সেঞ্চুরির পর ব্যাটিং ধস, মুলতানে লড়াইয়ের আভাস
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-16T19:20:47+06:00
আপডেট হয়েছে - 2024-10-16T19:20:47+06:00
মুলতান টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে পাওয়া যাচ্ছে লড়াইয়ের আভাস। বেন ডাকেটের সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ড লিডের পথে থাকলেও শেষ বিকেলের ব্যাটিং ধসে ম্যাচে ফিরেছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে ১২৭ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ডাকেট। ছবি : গেটি ইমেজস৫ উইকেটে ২৫৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে
পাকিস্তান। আগের দিন ক্রিজে টিকে থাকা মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আঘা বিদায়
নিয়েছেন ফিফটি ছোঁয়ার আগেই। ৯৭ বলে ৪১ রানের ইনিংস খেলে আউট হয়ে যান রিজওয়ান।
অন্যদিকে সালমান খেলেছেন ৫৩ বলে ৩১ রানের ইনিংস, বিদায় নেন দলের ৩০২ রানের মাথাতে।
৯ বলে ২ রান করা সাজিদ খানের বিদায়ের পর প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছেন আমের জামাল এবং নোমান আলী। দুজনের জুটি থেকে এসেছে ৪৯ রান। আমের খেলেছেন ৬৯ বলে ৩৭ রানের ইনিংস। অন্যদিকে ৬১ বলে ৩২ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন নোমান। ৩৬৬ রানের মাথায় থেমেছে পাকিস্তানের প্রথম ইনিংস।
দ্রুতই পাকিস্তানকে অলআউট করে দেয় ইংল্যান্ড। ছবি : গেটি ইমেজসইংল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেন জ্যাক লিচ। ৩ উইকেট
নেন ব্রাইডন কার্স, ২ উইকেট তোলেন ম্যাথু পটস এবং ১ উইকেট নিয়েছেন শোয়েব বশির।
জবাব দিতে নেমে স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রোলি এবং বেন ডাকেট। বেশি আগ্রাসী ছিলেন ডাকেটই। উদ্বোধনী জুটি থেকে রান আসে ৭৩। ৩৬ বলে ২৭ রানের ইনিংস খেলে বিদায় নেন ক্রোলি। এরপর ডাকেটের সাথে যোগ দেন তিনে নামা ওলি পোপ। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি পোপ। ৩৭ বলে ২৯ রান করে বিদায় নেন পোপ।
তবে এক প্রান্ত ধরে খেলে যাচ্ছিলেন ডাকেট। ফিফটি ছুঁয়ে এগোচ্ছিলেন দ্রুত গতিতে। চারে নেমে জো রুটও সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকেন। ক্রিজে দারুণভাবে জমে যান রুট এবং ডাকেট জুটি। ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির দিকে ছুটতে থাকেন ওপেনার ডাকেট। চলেও যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারের খুব কাছে।
কার্যকরী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন ডাকেট। ছবি : গেটি ইমেজসশেষমেশ সেঞ্চুরিটা ছুঁয়ে ফেলেন বেন ডাকেট। দলকেও নিয়ে
যান বেশ সুবিধাজনক অবস্থানে। লিড নেওয়াটা মনে হচ্ছিল খুবই সহজ। তবে শেষ বিকেলে
দ্রুত বেশ কিছু উইকেট হারিয়ে লিড নেওয়াটা এখন কিছুটা কঠিন হয়ে গেছে ইংল্যান্ডের
জন্য। দলের ২১১ রানের মাথায় আউট হয়েছেন জো রুট। ৩৪ বলে ২৪ রান করে বিদায় নেন তিনি।
রুটের পর বিদায় নেন ডাকেটও। দলের ২২৪ রানের মাথাতে ১২৯ বলে ১১৪ রান করে আউট হন ডাকেট। এরপর হ্যারি ব্রুক এবং বেন স্টোকস দ্রুত ফেরেন সাজঘরে। ৯ বলে ৯ রান করেন ব্রুক। স্টোকস খেলেন ৫ বলে ১ রানের ইনিংস। দ্রুত ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ইংল্যান্ড।
পাকিস্তানের হয়ে ৪ উইকেট তুলেছেন সাজিদ খান। ছবি : গেটি ইমেজসশেষ বিকেলে অবশ্য আর উইকেট পড়েনি। জেমি স্মিথ এবং
ব্রাইডন কার্স মিলে ধীরেসুস্থে কাটিয়ে দেন বাকি সময়টা। প্রথম ইনিংসে ৫৩ ওভারে ৬
উইকেট হারিয়ে ২৩৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। ৩৩ বলে ১২ রান
করে অপরাজিত আছেন জেমি। অন্যদিকে ১৯ বলে ২ রান করে টিকে আছেন কার্স।
পাকিস্তানের হয়ে ৪ উইকেট তুলেছেন সাজিদ খান। ২ উইকেট নিয়েছেন নোমান আলী।
দুই দলের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।