তরুণদের উন্নতির জন্য বাংলাদেশে এসে খেলার পরামর্শ মঈনের

প্রকাশিত হয়েছে - 2024-02-17T18:53:50+06:00
আপডেট হয়েছে - 2024-02-17T18:53:50+06:00
বাংলাদেশের কন্ডিশন ক্রিকেটের জন্য একটু কঠিনই। বিশেষ করে এশিয়ার বাইরের ক্রিকেটারদের বাংলাদেশে এসে ভালো করতে ঘাম ছুটে যায়। এ নিয়ে অনেকেই যখন আপত্তি করেন, তখন ইংলিশ ক্রিকেটার মঈন আলী বললেন- তরুণদের উচিৎ বাংলাদেশে এসে বেশি ম্যাচ খেলা। [গুগোল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মঈনও অবশ্য মানছেন, বাংলাদেশে এসে খেলা খুব কঠিন। তবে একবার বাংলাদেশের কন্ডিশনের সাথে অভ্যস্ত হয়ে গেলে আর তেমন কোনো সমস্যা হয় না বলেই অভিমত এই অলরাউন্ডারের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে অংশ নেওয়া এই ক্রিকেটার বাংলাদেশের প্রতি নিজের মুগ্ধতাও প্রকাশ করেছেন।
মঈন বলেন, 'বাংলাদেশে আসতে সবসময়ই ভালো লাগে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে আসা হয়। অনূর্ধ্ব-১৯ দলের হয়েও বাংলাদেশ সফর করেছি।'
এরপরই বাংলাদেশের কন্ডিশন নিয়ে মঈনের মূল্যায়ন ঠিক এভাবে, 'এই কন্ডিশন সম্পর্কে ধারণা না থাকলে জায়গাটা খুবই কঠিন। তবে একবার অভ্যস্ত হয়ে গেলেই হলো। ডিফারেন্ট স্টাইল অব ক্রিকেট।'
আর এই ভিন্ন ঘরানার ক্রিকেটের কারণেই মঈনের চাওয়া, বাংলাদেশে খেলে নিজেদের খেলার ধরন উন্নতি করবেন তরুণরা। তিনি বলেন, 'তরুণদের এই কন্ডিশনে খেলতে আসা উচিৎ যা নিজের খেলাকে উন্নত করবে। কারণ এটা সহজ না, বাংলাদেশের কন্ডিশনে খেলা খুবই কঠিন।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।