তরুণদের জায়গা পাকা করার সুযোগ দেখছেন তামিম
ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়েছে তামিম ইকবাল খানের। মাত্র এক ম্যাচে খেলেই গতকাল (১৮ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন তামিম। দেশসেরা এই ওপেনার না থাকা দলের জন্য নিশ্চিত ভালো সংবাদ নয়। তবে তামিম মনে করেন তার জায়গায় সুযোগ পাওয়া ক্রিকেটার দলের জন্য নিজের সেরাটা দিবেন।
গতকাল এমিরেটস এয়ারলাইনসযোগে মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে অবতরণ করে তামিমকে বহনকারী বিমানটি। দেশে ফিরে ইনজুরি, দলের জয় আর তরুণদের নিয়ে কথা বলেছেন তামিম।
Also Read - আশা জাগিয়েও হারল হং কংউইন্ডিজ সফরে দুর্দান্ত পারফর্ম করে দেশে ফেরার পর তামিমকে কেন্দ্র করেই এশিয়া কাপে বড় স্বপ্ন দেখে বাংলাদেশ। উইন্ডিজে তিন ম্যাচের সিরিজে দুইটি শতক ও একটি অর্ধশতক হাঁকিয়েছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। কিন্তু এরপর দেশে ফিরে অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েন। সেই ইনজুরি কাটিয়ে এশিয়া কাপে খেলতে গিয়ে আবারও ইনজুরিতে পড়েছেন তামিম। শেষ হয়ে গেছে এশিয়া কাপ।
২০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটিতে দেখা যাবে নতুন কাউকে। তামিম মনে করেন তাঁর জন্য বাংলাদেশের পারফরম্যান্স থেমে থাকবে না।যে-ই সুযোগ পাবেন, ভালো কিছুই করবেন বলে বিশ্বাস করেন তিনি। তামিম বলেন, ‘ওভাবে ভাবার কিছু নেই। ক্রিকেট এমনই একটা খেলা, যেখানে কারও জন্য কিছু থেমে থাকে না। আমি ইনজুরির কারণে খেলতে না পারলেও আমার জায়গায় আরেকজন এসে নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবে। আমার জায়গায় যেই আসুক না কেন বেস্ট অব লাক জানাতে চাই। দলের কথা মাথায় রেখেই তারা পারফরম্যান্স করার চেষ্টা করবে।’
তামিমের বদলি হিসেবে লিটনের সাথে ওপেন করতে দেখা যেতে পারে মুমিনুল হক অথবা নাজমুল হোসেন শান্তকে। এই প্রসঙ্গে ইতিবাচক তামিম বলেন, ‘এখানে যদি ইতিবাচক দিক নিয়ে চিন্তা করেন তাহলে জুনিয়রদের এগিয়ে আসার সুযোগ আছে। এখন দু’জন জুনিয়র ওপেন করবে। তাদেরও দায়িত্বের ব্যাপার আছে। আমি বিশ্বাস করি এখান থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। সামনে যে চারটা-পাঁচটা ম্যাচ আছে সেটা তাদের জন্য সুযোগ নিজের জায়গা পাকা করার জন্য।’
[আরও পড়ুনঃ আফগানদের বিপক্ষে বড় চ্যালেঞ্জ দেখছেন না ফাহিম]