তরুণদের সুযোগ দেওয়াকে ইতিবাচকভাবে দেখছেন তুষার
দীর্ঘমেয়াদে সফল হতে হলে তরুণদের সুযোগ দিতে হবে বলে মনে করেন তুষার ইমরান।

তরুণদের সুযোগ দেওয়াকে ইতিবাচকভাবে দেখছেন তুষার
প্রকাশিত হয়েছে - 2023-08-26T02:33:31+06:00
আপডেট হয়েছে - 2023-08-26T02:33:31+06:00
এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেবেই সুযোগ দেওয়া হয়েছে তাদের। লম্বা সময় ধরে জাতীয় দলের হয়ে পারফর্মও করে যাচ্ছেন তারা।
এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভালো করার লক্ষ্য বাংলাদেশের। ছবি : বিডিক্রিকটাইম
ওয়ানডেতে এখন দলের নিয়মিত মুখ তাওহিদ হৃদয়। মিডল অর্ডারে বেশ ভালোভাবেই সেট হয়ে গেছেন তিনি। এছাড়া পেসার শরিফুল ইসলামও লম্বা সময় ধরে আছেন জাতীয় দলে। হৃদয়, শরিফুলসহ ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের মোট ৫ জন আছেন এশিয়া কাপের স্কোয়াডে। বাকি ৩ জন এখনও ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন – শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম এবং তানজিম হাসান সাকিব। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান।
বিশ্বকাপজয়ী শরিফুল এখন জাতীয় দলের নিয়মিত সদস্য। ছবি : গেটি ইমেজস
গতকাল (২৬ আগস্ট) গণমাধ্যমের সাথে আলাপকালে তরুণ ক্রিকেটারদের প্রসঙ্গে তুষার জানান, ‘এদের কাছ থেকে হয়ত খুব ভালোভাবে পাবেন ফিল্ডিংটা। তরুণরা ফিল্ডিংটা ভালো করে। দেখার ব্যাপার হচ্ছে কে কেমন ব্যাটিং করে, বোলিং করে। আটের জন্য হয়তবা শেখ মেহেদীকে বিবেচনা করা হতে পারে। চার জন পেসার নিয়ে আপনি খেলতে পারবেন না। তিনজন স্পিনার, তিনজন পেসার নিয়ে খেলতে পারেন। আটে আসলে অলরাউন্ডার স্পিনার বা বাঁহাতি স্পিনারও দেখা যায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য তরুণদের সুযোগ দিতেই হবে।’
তুষার আরও জানিয়েছেন, ‘আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে জুনিয়রদেরকে সুযোগ দিতে হবে যারা পারফর্ম করছে। প্রতিটা ফরম্যাটে যে পারফর্ম করছে। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে (আন্ডার) নাইনটিন লেভেল, এইচপি সব জায়গায় পারফর্ম করেই কিন্তু এই ছেলেগুলো সুযোগ পাচ্ছে। এখন এই জায়গায় এসে ভালো পারফর্ম করাটা (তাদের দায়িত্ব)। এখানে পারফর্ম করতে পারলে দলে টিকে যাবে। আপনি যদি পারফর্ম না করেন তাহলে কিন্তু দিনশেষে আপনি ইন এন্ড আউটের মধ্যে থাকবে। যে পারফর্ম করবে সে কিন্তু দলের সাথে থাকবে।’
তুষারের মত দেশের দর্শকরাও চান তরুণদের ভালো পারফরম্যান্স। আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে বড় সাফল্য পেতে হলে জ্বলে উঠতে হবে গোটা বাংলাদেশ দলটাকেই।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।