██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

তানজিমের বডি ল্যাঙ্গুয়েজ মুগ্ধ করেছে তামিমকে

তানজিমের আগ্রাসন পছন্দ হয়েছে তামিমের।

তানজিমের বডি ল্যাঙ্গুয়েজ মুগ্ধ করেছে তামিমকে

তানজিমের বডি ল্যাঙ্গুয়েজ মুগ্ধ করেছে তামিমকে

প্রকাশিত হয়েছে - 2024-06-17T15:47:37+06:00

আপডেট হয়েছে - 2024-06-17T15:47:37+06:00

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শরিফুল ইসলাম চোটে না পড়লে একাদশে সুযোগ পেতেন তানজিম হাসান সাকিব? না পাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তানজিমের স্কোয়াডে থাকা নিয়েই তো প্রশ্ন তুলেছিলেন অনেকে। সেই তানজিম এবার বিশ্ব কাঁপাচ্ছেন বিশ্বকাপের মঞ্চে।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 
তানজিম হাসান সাকিব। 
নেপালের বিপক্ষে ২১ রানের জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের সুপার এইট। নতুন বলে তানজিমের বীরত্বেই কুপোকাত হয়েছে নেপালের টপ অর্ডার। মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও মুগ্ধ হয়েছেন তানজিম সাকিবের বোলিংয়ে।

 

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয় সে (তানজিম) দারুণভাবে নিজেকে প্রকাশ করেছে। সে জোরে উইকেটে হিট করছিল এবং উইকেট থেকে কিছুটা সাহায্য পাচ্ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজটা আমার দারুণ লেগেছে। সে আগ্রাসী ছিল উইকেট নিচ্ছিল। সে ভয় পাচ্ছিল না কোনো ব্যাপারে। দারুণ বোলিং করেছে সে এই টুর্নামেন্টে। শুধু এই ম্যাচে নয় আগের ম্যাচেও, দক্ষিণ আফ্রিকা ম্যাচেও। মনে রাখতে হবে শরিফুল ইসলাম কিন্তু খেলছে না, সে পেস আক্রমণের নেতা ছিল। তানজিমের পারফরম্যান্সের কারণে আসলে বাংলাদেশ শরিফুলকে নিতে পারছে না।’

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 

দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমানও। এই প্রসঙ্গে তামিম বলেন, ‘সেকেন্ড লাস্ট ওভার (১৯তম ওভার) উইকেট মেইডেন ছিল। আপনি এটা সচরাচর দেখবেন না। বিশেষ করে যখন ১০৬ রান তাড়া করা হচ্ছে। সে এটা কয়েক বছর ধরেই করছে। বিশেষ করে এই বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল। আমি আশা করব সুপার এইটেও সে পারফরম্যান্স ধরে রাখবে। সে দারুণ বোলিং করছে। আমি ভিন্ন একজন মুস্তাফিজকে দেখছি। আইপিএলে যাওয়ার আগে সে কিছু ম্যাচ মিস করেছে। এরপর সে আইপিএলে গেল। আমি জানি না সেখানে কি চেন্নাই ম্যাজিক ছিল নাকি অন্য কোনো কিছু ছিল সেই দলে। সব পরিবর্তন হয়ে গেছে। সে আইপিএলে ভালো করল। ফিরে এসে ভিন্ন একজন বোলার মনে হচ্ছে। একই বোলার কিন্তু মানসিকতা ভিন্ন। সে জানে সে কী করতে চায়, মনে হচ্ছে সে যা করতে চাচ্ছে সবই তার নিয়ন্ত্রণে রয়েছে।’

 

ব্যাটিংয়ে অবশ্য উন্নতির জায়গা দেখছেন তামিম, ‘আসলে আমি বুঝতে পারছি ব্যাটিং কঠিন হচ্ছে এই টুর্নামেন্টে। আজকেও উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। মাঝেমধ্যে নিজেকে আরেকটু বেশি ঢেলে দিতে হয়। আজকে যদি তানজিদের (তানজিদ হাসান তামিম) উইকেট দেখেন প্রথম বলে হিট করতে চাইলো। এই ধরনের কঠিন উইকেটে আসলে আরেকটু সময় নিতে হয়। সবাই ভালো ব্যাটার। তানজিদ দারুণ এক্সাইটিং, লিটনও (দাস) ভালো। (নাজমুল হোসেন) শান্ত বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছে। আমার মনে হয় তারা উইকেটে আরেকটু সময় কাটানো দরকার। উইকেট বোলারদের পক্ষে কথা বলছে। ফলে এই বিষয়ের প্রতি সম্মান রেখে নিজেদের আরও ভালোভাবে কাজে লাগাতে হবে।’

 

নেপাল দলের প্রশংসাও করেছেন তামিম, ‘আসলে আমি অনেক ভাগ্যবান যে আমার নেপালে গিয়ে এসব ছেলেদের সাথে খেলার সুযোগ হয়েছিল। আমি জানি তারা কতটা প্যাশোনেট যদিও তাদের খুব বেশি সুযোগ সুবিধা নেই। তারা বিশ্বকে দেখিয়েছে তারা কতটা ভালো হতে পারে। সমর্থকরা হতাশ হবে প্লেয়াররাও হতাশ হবে। কারণ তারা অনেক কাছাকাছি চলে গিয়েছিল। হয়ত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিত, কে জানে হয়ত বাংলাদেশকেও হারিয়ে দিত। অবশ্যই হতাশ হওয়ার বিষয় রয়েছে। তবে বড় মঞ্চে ভালো করার বিশ্বাস থাকাটাও জরুরি। আমি আশা করছি নেপাল আরও বেশি বড় দলের সাথে খেলার সুযোগ পাবে কারণ বিশ্ব দেখেছে তারা কী করতে পারে। এটি সহযোগী সদস্যদের টুর্নামেন্ট মনে হচ্ছে বর্তমানে আমার কাছে।’

 

সুপার এইটে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তান। গ্রুপটা মিনি এশিয়া কাপ হয়ে গেল কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘(হাসি) আসলে মিনি এশিয়া কাপ নয়। কঠিন হবে কাজটা। অ্যান্টিগার উইকেট কেমন আচরণ করে তাও দেখার ব্যাপার। বাংলাদেশ আগে অস্ট্রেলিয়ার সাথে আগে খেলবে তারপর ভারত। আমি জানি কাজটা কঠিন হবে। আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে এবং যেভাবে টুর্নামেন্ট এগোচ্ছে আসলে আগে থেকে কিছুই বলা যাচ্ছে না সামনে কী হবে। বোলিং ভালো হচ্ছে বাংলাদেশের, যদি ব্যাটিংটা ছন্দে ফিরে আসে তাহলে বাংলাদেশ নজর রাখার মত একটি দল হবে।’


বাংলাদেশ সময় আগামী ২১ জুন ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।

 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.