██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

তানজিম সাকিবের আগ্রাসনে মুগ্ধ স্টেইন

জুনিয়র সাকিবকে 'ফ্যান্টাস্টিক প্যাকেজ' বলে আখ্যা স্টেইনের।

তানজিম সাকিবের আগ্রাসনে মুগ্ধ স্টেইন
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2024-06-18T14:09:23+06:00

আপডেট হয়েছে - 2024-06-18T14:09:23+06:00


ডেল স্টেইনের বোলিং দেখে নিজেকে গড়ে তুলেছেন তানজিম হাসান সাকিব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর বলেছিলেন, হতে চান ঠিক স্টেইনের মতো। আগ্রাসন, গতি, বুদ্ধিমত্তা- সব কিছু কাজে লাগিয়ে সাকিব যেন সত্যিই হাঁটছেন স্টেইনের মতো স্টেন গান হওয়ার পথে। বিশ্বকাপে সাকিব এত ভালো করে চলেছেন যে, এবার তার আইডল ডেল স্টেইনও মুগ্ধ।

গ্রুপ পর্বে বাংলাদেশ ছিল ‘ডি’ গ্রুপে, দক্ষিণ আফ্রিকাও ছিল একই গ্রুপের সদস্য। ডেল স্টেইন সেই ম্যাচে ছিলেন ধারাভাষ্যকারের ভূমিকায়। বাংলাদেশ দল বোলিং করার সময় মনোযোগ দিয়ে দেখেছেন সাকিবের বোলিং। এমনকি সাকিবের সাথে কথাও হয়েছে তার, করেছেন প্রশংসা।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দেখেছি আমি তানজিম সাকিবকে বলেছি- খুব ভালো বল করেছ। আমি সেদিন মাঠে বসে ধারাভাষ্য দিচ্ছিলাম। সে বলেছে- ধন্যবাদ। বিস্তারিত অনেক কথা হয়েছে।'

আইডলের পরামর্শ আর উৎসাহ সাকিবকে হয়ত আগামী দিনে আরও ভালো করতে সহায়তা করবে, অনুপ্রাণিত করবে। তবে এখনই সাকিব যেভাবে খেলছেন, তাতে মুগ্ধ খোদ আইডল স্টেইন। আগ্রাসন, গতি আর সাথে ব্যাটিং স্কিল- সব মিলে তানজিম সাকিবকে টি-টোয়েন্টির পারফেক্ট প্যাকেজই যেন মনে হচ্ছে স্টেইনের।

'তাকে এভাবে বল করতে দেখে খুব ভালো লাগছে। তার আগ্রাসন, গতি, ১৪০-১৪৫ এ বল করে। গ্রেট স্কিল। বল সুইং করাতে পারে, ইয়র্কার কাজে লাগাতে পারে। ওভার দ্য উইকেট, রাউন্ড দ্য উইকেটে দ্রুত মানিয়ে নিতে পারে। সে এক কৌশল কাজে লাগিয়ে বল করে না। অলরাউন্ড, ফ্যান্টাস্টিক প্যাকেজ। সে দারুণ ছন্দে আছে, একের পর এক উইকেট নিচ্ছে। সে যে আগ্রাসন দেখাল আমার অনেক ভালো লেগেছে।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ।

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.