তাসকিন-মুস্তাফিজে মুগ্ধ উথাপ্পা
বাংলাদেশের বোলিং বেশ পছন্দ উথাপ্পার।

তাসকিন-মুস্তাফিজে মুগ্ধ উথাপ্পা
প্রকাশিত হয়েছে - 2024-06-01T20:35:45+06:00
আপডেট হয়েছে - 2024-06-01T20:35:45+06:00
বছর ঘুরে আরও একবার চলে এসেছে বিশ্বকাপ। এবার ফরম্যাটটা টি-টোয়েন্টি, যেখানে বরাবরই কিছুটা নড়বড়ে বাংলাদেশ। তবে ফরম্যাট যা-ই হোক টাইগারদের বোলিং বেশিরভাগ সময়ই ছিল আশা জাগানিয়া। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : গেটি ইমেজস
পেস ইউনিটে বাংলাদেশের বড় ভরসা তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। লম্বা সময় ধরে বাংলাদেশের হয়ে ভালো করছেন দুজন। বিশ্বমঞ্চেও বহুবার দেখিয়েছেন নিজেদের সামর্থ্য। এবারের বিশ্বকাপের স্কোয়াডেও আছেন দুজন। দলও নিশ্চিতভাবে তাদের কাছ থেকে আশা করবে ভালো কিছু। সেই সাথে তরুণ শরিফুল ইসলাম গত কিছুদিনে আস্থার প্রতিদান দিয়েছেন বেশ ভালোভাবেই। স্পিনে সাকিব আল হাসানের সাথে শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেনরাও ঝলক দেখাচ্ছেন নিয়মিত।
টাইগারদের এমন বোলিং লাইনআপকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা। ভারতের আরেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে উথাপ্পা বলেন, ‘আমি তাদের (বাংলাদেশের) বোলিং অনেক পছন্দ করি। আমি তাসকিনকে অনেক পছন্দ করি। টি-টেনে তাকে খেলেছি। গতিময়, অ্যাকুরেটও। তার শরীরী দিক থেকে অতটা রোমাঞ্চ জাগানিয়া নয়। সে শুধু ভালো করতে চায়। সে অনেক বেশি সাবলীল। দারুণ বোলিং করছে এখন। সে ভালো বোলিং করে দলকে জেতাতে চায়। সে এমন একজন যে কিনা অতীতে দলকে ম্যাচ জিতিয়েছে গত কয়েক বছরে।’
উথাপ্পা আরও বলেন, ‘ফিজ (মুস্তাফিজ) তার ফর্মে ফিরে এসেছে। তার বোলিংয়ে বৈচিত্র্য দেখা যাচ্ছে। শরিফুল ইসলাম কিছুটা উঠানামার মধ্যে থাকবে হয়ত। আমার মনে হয় মেহেদী হাসান পাওয়ারপ্লেতে এক ওভার বোলিং করতে পারে। (অশ্বিনের প্রশ্ন, সাকিব করবে না?) না সাকিব করবে না। সাকিব (পাওয়ারপ্লের) বাইরে বল করবে।’
রবিন উথাপ্পা।
ভিডিওতে আলোচনায় অশ্বিন এবং উথাপ্পা বাদে ছিলেন
ক্রিকেট বিশ্লেষক প্রসন্ন আগরাম যিনি কিনা পিডগ নামে বেশি পরিচিত। পিডগ বলেন, ‘শরিফুল
ইসলাম একজন উইকেটশিকারী বোলার যদিও সে মাঝেমধ্যে রান দিয়ে ফেলে। সেটা আরেক প্রান্ত
থেকে মুস্তাফিজুর রহমান নিয়ন্ত্রণ করতে থাকবে। এরপর তাসকিন আহমেদ দারুণ
আউটসুইঙ্গার করতে পারে। সে দারুণ কার্যকরী হবে। বোলিংয়ে প্রথম ৬ ওভারে তাদের দারুণ
মানসম্পন্ন বোলিং রয়েছে।’
এছাড়া অশ্বিন বলেন, ‘মেহেদী হাসান আছে মাঝের ওভারে। সে কি আসলেও মাঝের ওভারের বোলার? কারণ তাদের দলে রিশাদ হোসেন আছে যে কিনা ফিফটি করেছিল শ্রীলঙ্কার সাথে ২০ বলে। সে লম্বা লম্বা শট খেলে। সে একদম শার্প লেগ ব্রেক করে অনেকটা অনিল (কুম্বলে) ভাইয়ের মত।’
অশ্বিন আরও জানান, ‘বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার সাথে রয়েছে। (পাশ থেকে উথাপ্পা : তারা সুযোগ নিতে পারে) হ্যাঁ তারা অবশ্যই সুযোগ নিতে পারে তবে দলটি এরকম যাদের আসলে ৬ষ্ঠ বোলিং অপশন নিয়েও কিছুটা সমস্যা রয়েছে।’
উথাপ্পা বলেন, ‘আমার মনে হয় তারা রিশাদ হোসেনকে খেলাবে।’
পরে পিডগ বলেন, ‘মেহেদী হাসান ব্যাট করতে পারে। সে দারুণ একজন ক্রিকেটার। আমি সবসময় তার পক্ষে বাজি ধরতে পারি। বোলিংয়ে মুস্তাফিজ সম্পদ হবে। তাসকিনকে রিজার্ভেশনে রাখছি আমি। শরিফুল আসলে ডেথ বোলার নয়। এখানে সবকিছু মুস্তাফিজের উপর নির্ভর করছে।’
উথাপ্পা বলেন, ‘বোলিংয়ে আমি তাসকিন এবং মুস্তাফিজকে ভালোভাবে মূল্যায়ন করি। তারাই হয়ত বাংলাদেশের হয়ে শেষ দিকে বল করবে।’
বিশ্বকাপে বাংলাদেশ লড়বে ‘ডি’ গ্রুপে। সঙ্গী হিসেবে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। আগামী ৮ জুন বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।