
তিন জয়ের পর সেঞ্চুরির খোঁজে ট্রট
প্রকাশিত হয়েছে - 2023-10-31T14:52:26+06:00
আপডেট হয়েছে - 2023-10-31T14:52:26+06:00
বিশ্বকাপে আফগানিস্তানের স্বপ্নযাত্রা চলছেই। একের পর এক বাঘা বাঘা দলকে হারিয়ে দিচ্ছে আফগানরা। ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে আফগানিস্তান। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
জোনাথন ট্রট। ছবি : গেটি ইমেজস
বিশ্বকাপে এসে ক্রিকেটের ২২ গজে একের পর এক আফগান রূপকথা লিখে চলেছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে যদি কেউ বলত তিন-তিনটি জায়ান্ট দলকে বিশ্বকাপে এসে হারিয়ে দেবে আফগানিস্তান – তাহলে তাকে নির্ঘাত পাগল ভাবত সবাই। তবে অভাবনীয় সেই ঘটনাই এবার সত্যি হয়ে গেছে। দলের এমন সাফল্যে বেশ খুশি প্রধান কোচ জোনাথন ট্রট। তবে তিন জয়েই পুরো সন্তুষ্ট নন তিনি। শিষ্যদের কাছ থেকে এবার সেঞ্চুরি চান তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে মহাকাব্যিক জয়ের পর সংবাদ সম্মেলনে ট্রট বলেন, ‘এখন পর্যন্ত কেউ ১০০ করতে পারেনি। তো এটিই (আমাদের) পরবর্তী চ্যালেঞ্জ। কেউ দায়িত্ব গ্রহণ করে লম্বা সময় ব্যাটিং করবে এবং নিশ্চিত করবে যে আমরা সেঞ্চুরি পেয়ে যাই। আমরা এই টুর্নামেন্টে অনেক সেঞ্চুরি দেখেছি। এটিই আমাদের পরবর্তী লক্ষ্য, গন্তব্য।’
ট্রট আরও বলেছেন, ‘সম্প্রতি (রহমানউল্লাহ) গুরবাজ কিছু সেঞ্চুরি করেছে এবং ইবরাহিম (জাদরান)। এখন বিষয়টা হলো মিডল অর্ডার, ৩-৪-৫-৬ নম্বর ব্যাটারদেরও (দায়িত্ব) সেঞ্চুরি করা। তো এটি (হচ্ছে আমাদের) পরবর্তী চ্যালেঞ্জ। আমার কোনো সন্দেহ নেই, ছেলেরা ভবিষ্যতে এটি (সেঞ্চুরি) করবে। আশা করি, পরের ম্যাচ থেকেই শুরু হবে।’
আফগানিস্তানের পরবর্তী ম্যাচ আগামী ৩ নভেম্বর, প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।