Scores

তুলে নেওয়া হল জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা

বড় সুখবর পেল জিম্বাবুয়ের ক্রিকেট অঙ্গন। আইসিসির সদস্যপদ সাময়িক সময়ের জন্য হারানো ক্রিকেট বোর্ডটির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে আবারো জিম্বাবুয়ে ক্রিকেট দল আইসিসির সদস্যপদ ফিরে পেল, একইসাথে পেয়েছে আইসিসির আসরে অংশ নেওয়ার সুযোগ।

তুলে নেওয়া হল জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা

গত ১৮ জুলাই ক্রিকেট বোর্ড ও ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়েকে সাময়িক বহিস্কার করে আইসিসি। এই নিষেধাজ্ঞার ফলে আইসিসির ইভেন্টগুলোতে অংশ নিতে পারছিল না দেশটির কোনো ক্রিকেট দল। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও অংশ নিতে পারেননি জিম্বাবুইয়ান ক্রিকেটাররা।

Also Read - বাঙালি সৌরভ বিসিসিআই সভাপতি, ফায়দা খুঁজছে বিসিবি


আইসিসি জিম্বাবুয়ে ক্রিকেটকে কিছু শর্ত বেঁধে দিয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে সেসব শর্ত পূরণও করেছে বোর্ডটি। তাই আইসিসি তুলে নিয়েছে সাময়িক নিষেধাজ্ঞা- যা দেশটির ক্রিকেটকে অনেকটা স্থবির করে ফেলেছিল

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী মানু সোহনি, জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি, জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী কিরস্টি কভেন্ট্রি ও স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশনের প্রধান জেরাল্ড লতসোয়ার মধ্যে একটি বৈঠক শেষে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানায় আইসিসি।

জিম্বাবুয়ের আন্তরিকতা ও প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইসিসির পক্ষে প্রধান নির্বাহী সোহনি বলেন, ‘জিম্বাবুয়ের ক্রিকেটকে আইসিসি সদস্য হিসেবে পুনর্বহালের জন্য ক্রীড়ামন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষায় ধন্যবাদ জানাতে চাই।’

দেশটির ক্রিকেট ও ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ে ক্রিকেটে (জেডসি) রাজনীতির কালো ছায়া এত ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল যে খোদ আইসিসিও এতে নিদারুণ অসন্তুষ্ট হয়ে পড়েছিল। ওয়ানডে বিশ্বকাপ শেষ করে ইংল্যান্ডের লন্ডনে আইসিসির কর্তাদের নিয়ে বিভিন্ন দেশের বোর্ড কর্তারা বসেছিলেন বার্ষিক সভায়। সেখানেই নেওয়া হয় জিম্বাবুয়েকে সাময়িক নিষিদ্ধ বা বহিস্কারের সিদ্ধান্ত।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পুরানকে নিষিদ্ধ করল আইসিসি!

ওয়ানডে র‍্যাঙ্কিং থেকেও সাকিবের নাম মুছে ফেললো আইসিসি

পাপনের সাথে নাগপুরে থাকবেন মনোহরও

চার ইনিংসের ওয়ানডে চান শচীন

দুদক অফিসে সাকিব আল হাসান