থামল কুমিল্লার শ্রেষ্ঠত্ব, বিপিএলের চ্যাম্পিয়ন তামিম-মুশফিক-রিয়াদরা

প্রকাশিত হয়েছে - 2024-03-01T21:57:35+06:00
আপডেট হয়েছে - 2024-03-03T12:44:55+06:00
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে বিপিএল শেষ করলেন তামিম ইকবাল, দলকেও জেতালেন শিরোপা। বিপিএলের দশম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারের স্বাদ দিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এবারই প্রথম বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি জিতল বিপিএলের শিরোপা।
'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বরিশালের একাদশ ছিল অপরিবর্তিত, কুমিল্লা সুযোগ দেয় মুস্তাফিজুর রহমানকে। সুনীল নারাইন রানের খাতা খুলেন চার হাঁকিয়ে। পরের বলে ওবেদ ম্যাকয় নারাইনের ক্যাচ ছেড়ে হতাশ করেছিলেন দর্শকদের। তবে কাইল মেয়ার্সকে ঠিকই নারাইনের উইকেট এনে দেন ওভারের পঞ্চম বলে, শর্ট ফাইন লেগে অবিশ্বাস্য এক ক্যাচে।
দলীয় ৬ রানে নারাইনের বিদায়ের পরও কুমিল্লাকে আগলে রেখেছিলেন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। তবে দুজনের কেউই থিতু হতে পারেননি। হৃদয় ১০ বলে ১৫ ও লিটন ১২ বলে ১৬ রান করে সাজঘরের পথ ধরেন। চাপের মুখে জনসন চার্লস ১৭ বলে ১৫ রান করে বিদায় নেন দলীয় ৬৫ রানে। মাহিদুল ইসলাম অঙ্কন যখন আরও সাবধানী ব্যাটিং শুরু করেছেন, তখন মঈন আলীও বিদায় নেন, ৬ বল খেলে ব্যক্তিগত ৩ রানে। দলীয় ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে কুমিল্লা অনেকটাই ব্যাকফুটে চলে যায়।
ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিককে নিয়ে দলের হাল ধরেন অঙ্কন। দুজনে মিলে গড়েন ৩৬ রানের পার্টনারশিপ। ২টি করে চার-ছক্কা হাঁকানো অঙ্কন ৩৫ বলে ৩৮ রান করে বিদায় নিলে ক্রিজে নামেন আন্দ্রে রাসেল। ১৪ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে কুমিল্লাকে এনে দেন ১৫৪ রানের পুঁজি। ২০ রান করে অপরাজিত থাকেন জাকের আলী অনিক।
জবাব দিতে নেমে বরিশাল উড়ন্ত সূচনা পায় তামিম ইকবালের ব্যাটে। মিরপুরের উইকেটে ১৫৫ রান বড় লক্ষ্য, মনে করেছিলেন অনেকে। তাদের ভুল প্রমাণ করে তামিম ও মেহেদী হাসান মিরাজ দলকে এনে দেন উড়ন্ত সূচনা।
পাওয়ারপ্লেতে কুমিল্লাকে ৫৯ রান এনে দেওয়ার পর তামিমকে অবশ্য থামতে হয়। তার আগে ২৬ বলে করেন ৩৯ রান, ৩টি করে চার ও ছক্কা হাঁকান। খানিক পর মেহেদী হাসান মিরাজ থামেন ২৬ বলে ২৯ রান করে। তবে ততক্ষণে ম্যাচ কুমিল্লার নিয়ন্ত্রণ থেকে বের হয়ে গেছে।
শেষপর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মিলারের দারুণ ফিনিশিংয়ে ১ ওভার ও ৬ উইকেট হাতে রেখে চ্যাম্পিয়ন তকমা অর্জন করে বরিশাল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।