██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

দলের পক্ষে সেরা বোলিংয়ের পর সাকিবের গোল্ডেন ডাক

সাকিব আল হাসান দলের সাথে যোগ দিতেই যেন সুদিন ফিরে এসেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের।

দলের পক্ষে সেরা বোলিংয়ের পর সাকিবের গোল্ডেন ডাক

প্রকাশিত হয়েছে - 2022-09-23T10:15:49+06:00

আপডেট হয়েছে - 2022-09-23T10:21:45+06:00

সাকিব আল হাসান দলের সাথে যোগ দিতেই যেন সুদিন ফিরে এসেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। যে দলটি শুরু থেকেই ছিল তলানিতে, সাকিব যোগ দেওয়ার পর টানা দুই জয়ে সেই দলই এখন দেখছে প্লে-অফের স্বপ্ন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে গায়ানা তুলে নিয়েছে নিজেদের তৃতীয় জয়।

হোম ভেন্যুতে গায়ানার প্রতিপক্ষ ছিল সেন্ট লুসিয়া কিংস, যারা আবার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। টস জিতে অধিনায়ক ফাফ ডু প্লেসি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১৯৪ রান। 

ডু প্লেসি খেলেন অধিনায়কোচিত এক ইনিংস। ৫৯ বলের মোকাবেলায় ১০টি চার ও ৬টি ছক্কায় করেন ১০৩ রান, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এছাড়া ৩২ বলে ৩৬ রান করেন নিরোশান ডিকওয়েলা। শেষদিকে ৭ বলে ১৭ রান করেন রস্টন চেজ। 

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।



ডু প্লেসির তাণ্ডবের দিনে বল হাতে দলের সবচেয়ে সফল বোলার ছিলেন সাকিব। ৪ ওভার বল করে ৩৩ রানের খরচায় দুটি উইকেট শিকার করেন তিনি, সাজঘরে ফেরান অ্যাডাম হোস ও ডেভিড ভিসাকে। তবে ব্যাট হাতে এদিনও শিকার হয়েছেন গোল্ডেন ডাকের! 

চন্দরপল হেমরাজ ২০ বলে ২৯ রান করে সাজঘরে ফিরলে ভাঙে গায়ানার ৮৫ রানের উদ্বোধনী জুটি। ২৬ বলে ৫২ রান করে খানিক পর ফেরেন রহমানউল্লাহ গুরবাজও। এরপর ক্রিজে নেমেই মার্ক দেয়ালের বলে বোল্ড হন সাকিব। তবে তাতে দলের কোনো বিপদ ঘটেনি।

অধিনায়ক শিমরন হেটমেয়ারের ২৮ বলে ৩৬ এবং শাই হোপের ৩০ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় গায়ানা। সিপিএলে এটাই গায়ানার সবচেয়ে বেশি রান তাড়া করে পাওয়া জয়। 

এই জয়ে প্লে-অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে রইল গায়ানা। সাকিবরা উঠে এসেছেন পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। শেষ দুই ম্যাচের একটি জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যেতে পারে দলের। গায়ানার আগামী ম্যাচ ত্রিনবাগো নাইট রাইডার্সের সাথে। এই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্লে-অফ। হারলে তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচ ও রান রেটের দিকে। বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে গায়ানা।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.