দলের প্রয়োজনে মিরাজ যেন ‘গিনিপিগ’
এশিয়া কাপে সেঞ্চুরি করে কি বিশাল কোনো ক্ষতি করে দিলেন মিরাজ?

দলের প্রয়োজনে মিরাজ যেন ‘গিনিপিগ’
প্রকাশিত হয়েছে - 2023-11-01T23:54:54+06:00
আপডেট হয়েছে - 2023-11-01T23:54:54+06:00
আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে মেহেদী হাসান মিরাজ হাঁকিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি। তবে সেই সেঞ্চুরি করেই কি নিজের এবং দলের বিশাল বড় ক্ষতি করে দিয়েছেন মিরাজ? ভড়কে গেলেন? সেঞ্চুরি কেন ক্ষতি হতে যাবে? সেই সেঞ্চুরিকে কেন ক্ষতি বলা হচ্ছে তা ব্যাখ্যা করা যাক। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
বোলিংয়ে দারুণ কার্যকর মিরাজ। ছবি : গেটি ইমেজস
মিরাজ সেই সেঞ্চুরি হাঁকানোর পরই বিশ্বকাপেও আফগানিস্তান ম্যাচে মিরাজকে ওপেনিংয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন সেটি। যদিও নানা বিতর্কের পর মিরাজকে ওপেন না করিয়ে তিনে খেলানো হয় সেই ম্যাচে। তিন নম্বরে নেমেও বেশ ভালো করেন মিরাজ। তবে গোটা বিশ্বকাপেই মিরাজের ছিল না নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন। একেক ম্যাচে খেলানো হয়েছে একেক পজিশনে। সেই এক সেঞ্চুরি মেরে যেন গিনিপিগ হয়ে গিয়েছেন মিরাজ।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মিরাজকে খেলানো হয় পাঁচ নম্বরে। সেই ম্যাচে অবশ্য হাসেনি তার ব্যাট। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও তিনে নামানো হয় মিরাজকে। ৩০ রানের ঝলমলে একটি ইনিংসও খেলেন তিনি। পরে ভারতের বিপক্ষে চারে নামানো হয় তাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবার খেলেছেন সাতে। নেদারল্যান্ডসের বিপক্ষে আবারও তিনে নামানো হয় তাকে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খেলেছেন নতুন একটি পজিশনে – আট নম্বরে। দলের প্রয়োজনে মিরাজকে যেন বানিয়ে ফেলা হয়েছে গিনিপিগ।
বিশ্বকাপের ৭ ম্যাচে ৫টি ভিন্ন ভিন্ন পজিশনে ব্যাট করানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তাকে এত নাড়াচাড়া করতে গিয়ে ব্যাটিং অর্ডারের বাকিদের ব্যাটিং পজিশনও হয়েছে এলোমেলো। এতদিন ধরে তৈরি করা একটি ব্যাটিং অর্ডারকে বিশ্বকাপের মাঝে এসে এত নাড়াচাড়া করার ফলে স্বাভাবিকভাবেই অস্থিতিশীল হয়েছে টাইগারদের ব্যাটিং। ফলস্বরূপ পুরো বিশ্বকাপে এক মাহমুদউল্লাহ রিয়াদ বাদে আর কেউই আলো ছড়াতে পারেননি ব্যাট হাতে।
ব্যাটিংয়েও ভরসার নাম মিরাজ। ছবি ; গেটি ইমেজস
মিরাজের ওপর টিম ম্যানেজমেন্টের এমন অতি পরীক্ষা নিরীক্ষা কি আদৌ কোনো লাভ করতে পেরেছে বাংলাদেশ দলের? মিরাজ নিজেও হয়ত নিশ্চিত নন পরের ম্যাচে কোন পজিশনে ব্যাট করবেন তিনি। আর সবকিছুর উৎস আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সেই সেঞ্চুরি। অনবদ্য সেই সেঞ্চুরিটাই যেন এখন কাল হয়ে দাঁড়িয়েছে মিরাজের জন্য। সেই একটি সেঞ্চুরির জন্যই বিশ্বকাপে এসে একেক ম্যাচে একেক পজিশনে ব্যাট করতে হচ্ছে মিরাজকে। দলের ব্যাটিং অর্ডারটাও হয়ে গেছে নড়বড়ে।
বিশ্বকাপের আগে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেন করানোর বিষয়ে হয়ে গেছে নানা কান্ড। ঘটনার প্রভাব এতটাই বেশি ছিল যে বিশ্বকাপে খেলতে আসেননি বাংলাদেশের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। যেই মিরাজকে ওপেনিংয়ে খেলানো নিয়ে এত কাহিনী, সেই মিরাজ এখনও পর্যন্ত বিশ্বকাপে একটি ম্যাচেও ওপেনিং করেননি। হাস্যকর নয় কি?
আফগানদের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন মিরাজ। ছবি : গেটি ইমেজস
মিরাজের সেই সেঞ্চুরির ফলেই তার ওপর অতি ভরসা করতে গিয়েছিল টিম ম্যানেজমেন্ট, যা দিনশেষে ব্যাকফায়ার করেছে। না মিরাজ কোনো নির্দিষ্ট পজিশনে ব্যাটিং করতে পেরেছেন, না বাকি ব্যাটাররা খেলতে পেরেছেন নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়ে। নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে এবং হতাশাজনক বিশ্বকাপের সাক্ষী হতে হয়েছে বাংলাদেশের সমর্থকদের। হার মানতে হয়েছে পুঁচকে নেদারল্যান্ডসের কাছেও।
মিরাজকে গিনিপিগ বানিয়ে আসলে তেমন কোনো লাভ হয়নি, তবে যেই বিশাল ক্ষতিটা হয়ে গেছে তা মনে হয় না সারা জীবন চেষ্টা করেও আর কখনও পুষিয়ে দেওয়া যাবে। গিনিপিগ মিরাজের মূলে সেই এশিয়া কাপের সেঞ্চুরি। মিরাজ নিজেও বোধ হয় ভাবেননি একটি সেঞ্চুরি এতটা প্রভাব ফেলবে দেশের ক্রিকেটে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।