দিপুর হার না মানা শতক, পূর্বাঞ্চলের পুঁজি ২৭৫

প্রকাশিত হয়েছে - 2023-12-30T17:04:09+06:00
আপডেট হয়েছে - 2023-12-30T17:04:09+06:00
শাহাদাত হোসেন দিপুর হার না মানা সেঞ্চুরিতে বিসিএল ওয়ানডে সংস্করণের ফাইনালে ২৭৫ রানের পুঁজি পেয়েছে পূর্বাঞ্চল। 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য উত্তরাঞ্চলের প্রয়োজন ১৭৬ রান, ৫০ ওভারে।
টস জিতে উত্তরাঞ্চলের অধিনায়ক আকবর আলী প্রথমে ব্যাটিংয়ে পাঠান পূর্বাঞ্চলকে। যদিও শুরুটা ভালো হয়নি নাসুম-মুমিনুলদের। ইরফান শুক্কুরের দল দলীয় ৪ রানেই হারিয়ে ফেলে সৈকত আলীর উইকেট। মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকও বেশি দূর এগোতে পারেননি। জয় ২৫ বলে ১৬ ও মুমিনুল ১৭ বলে ৮ রান করে ধরেন সাজঘরের পথ।
চতুর্থ উইকেটে শক্ত হাতে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন দিপু। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দুই তরুণ গড়েন ১২২ রানের জুটি। ৮৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রান করে ইমন বিদায় নিলেও দিপু তুলে নেন লিস্ট 'এ' ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। শেষপর্যন্ত ১২২ বলে ১১৩ রান করে অপরাজিতই থাকেন ৯টি চার ও ২টি ছক্কা হাঁকানো এই ব্যাটার।
এছাড়া অধিনায়ক শুক্কুর ৩৬ বলে ৩৬ রান করেন। উত্তরাঞ্চলের পক্ষে নাহিদ রানা ৫০ রানের খরচায় একাই শিকার করেন পাঁচটি উইকেট। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৫ রান দাঁড়ায় পূর্বাঞ্চলের সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখার সময় ২.৪ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২৫ রান জড়ো করেছে পূর্বাঞ্চল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।