দিল্লির পরাজয়ের জন্য দায়ী ওয়ার্নারকে 'আয়না' দেখতে বললেন হরভজন
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ওপর ক্ষেপেছেন হরভজন সিং। এই সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়ার্নারকে এককভাবে দোষী করছেন দিল্লির হারের জন্য।

প্রকাশিত হয়েছে - 2023-04-30T16:12:02+06:00
আপডেট হয়েছে - 2023-04-30T16:12:02+06:00
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে পয়েন্ট টেবিলে সবার শেষে অবস্থান দিল্লি ক্যাপিটালসের। মাত্র দুইটি ম্যাচে জয় পেয়েছে মুস্তাফিজুর রহমানদের দল। দিল্লির হারের জন্য দলটির অধিনায়ক ডেভিড ওয়ার্নারকেই দায়ী করছেন হরভজন সিং। ওয়ার্নারকে অপমান করতেও পিছপা হননি হরভজন।
ডেভিড ওয়ার্নার
আট ম্যাচ খেলে মাত্র দুই ম্যাচে জয়। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শেষে অবস্থান দিল্লির। একেরপর এক হারের পরও দলটির ক্রিকেটাররা এখনো বলছেন তারা ঘুরে দাঁড়াতে পারবেন। কিন্তু হরভজন স্পষ্টই বলছেন, দিল্লির ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ দেখছেন না তিনি। এবং এইজন্য অধিনায়ক ওয়ার্নারকেই দায়ী করছেন হরভজন।
ওয়ার্নারের নেতৃত্ব নিয়ে সমালোচনার চেয়ে ব্যক্তিগত পারফর্ম নিয়েই বেশি সমালোচনা করছেন হরভজন। আট ম্যাচে ওয়ার্নারের সংগ্রহ ৩০৬ রান। ৩৮.২৫ গড়ে স্ট্রাইকরেট মাত্র ১১৮.৬০। রানের চেয়ে ওয়ার্নারের স্ট্রাইকরেটেই নজর দিচ্ছেন হরভজন। ঠোঁটকাটা হরভজন সরাসরিই বলছেন, ওয়ার্নারের এই তিন শতাধিক রান দিল্লির কোনো কাজেই আসেনি।
সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৯ রানে হেরেছে দিল্লি। এখানেও ওয়ার্নারকে খোঁচা দিয়েছেন হরভজন। এই ভারতীয় বলছেন, ওয়ার্নার যদি এই ম্যাচে তাড়াতাড়ি আউট না হতেন তাহলে দিল্লি ৫০ রানের ব্যবধানে হারতো। উল্লেখ্য, হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ওয়ার্নারের ২ বলে ০ রানে আউট হয়েছিলেন।
হরভজনের ভাষ্যমতে, "আমার মনে হয় না দিল্লি আর ঘুরে দাঁড়াতে পারবে এবং এটার পুরো দায় অধিনায়কের। ওয়ার্নার দলকে ঠিকমতো নেতৃত্ব দিতে পারছে না এবং তার নিজের ফর্মও ভালো অবস্থানে নেই। এটা খুবই হতাশাজনক। শনিবার ওয়ার্নার তাড়াতাড়ি আউট হয়েছিল বলেই দিল্লি কাছাকাছি যেতে পেরেছিল। যদি সে ৫০ বল খেলত তাহলে ৫০টি বলই নষ্ট হতো এবং দিল্লি ৫০ রানে হারত।"
দিল্লির হারের কারণে অন্য ক্রিকেটারদের দোষ না দিয়ে ওয়ার্নারকে আয়না দেখার পরামর্শও দিয়েছেন হরভজন।
তিনি বলেন, "তারপর যখন সে প্রেজেন্টেশনে আসলো, তখন অন্য খেলোয়াড়দের ভুল নিয়ে কথা বললো। কিন্তু সে নিজে কী করেছে? তার খেলায় তো জেতার কোনো লক্ষণই দেখা যায় না। তুমি ৩০০ রান করতে পারো, কিন্তু তোমার স্ট্রাইকরেট দেখো। ওয়ার্নার এবছর মোটেও তার নামের প্রতি সুবিচার করতে পারেনি। তার ৩০০ রান দিল্লির কোনো কাজেই আসেনি। দিল্লির পরাজয়ের কারণ দেখতে হলে ওয়ার্নারকে নিজেকেই আয়নায় দেখতে হবে।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।