দুই ভাইয়ের বীরত্বে আয়ারল্যান্ডের প্রোটিয়া বধ

প্রকাশিত হয়েছে - 2024-09-30T02:22:27+06:00
আপডেট হয়েছে - 2024-09-30T02:22:27+06:00
এক ভাই করলেন সেঞ্চুরি, আরেক ভাই বল হাতে নিলেন চার উইকেট। একজন ম্যাচের সেরা ব্যাটসম্যান, আরেকজন সেরা বোলার। অ্যাডেয়ার ভ্রাতৃদ্বয়ের এমন বীরত্বে ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ম্যাচে আন্তর্জাতিক টি-২০ তে জয় পেল আয়ারল্যান্ড।
এ ঐতিহাসিক জয়ের মাধ্যমে সিরিজও বাঁচিয়েছে তারা। ২ ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
আবুধাবিতে আগে ব্যাট করতে নেমে দলকে এক আগুন ঝরানো শুরু এনে দেন অধিনায়ক পল স্টার্লিং আর রস অ্যাডেয়ার। দক্ষিণ আফ্রিকার বোলারদের পাত্তাই দেননি তারা। তাদের শাসিয়ে পাওয়ারপ্লেতে বিনা উইকেটে স্টার্লিং আর রস তুলেন ৫৯ রান।
সপ্তম ওভারে রস অ্যাডেয়ারের ক্যাচ ছাড়েন রিকেলটন। জীবন পেয়ে যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন এ ব্যাটার। ঐ ওভারেই মারেন একটি করে চার আর ছক্কা। স্টার্লিং আর রস অ্যাডেয়ারের বিধ্বংসী ব্যাটিংয়ে দশম ওভারেই দলীয় শতরান পূর্ণ করে ফেলে আয়ারল্যান্ড। রস ৩২ বলে আর স্টার্লিং ২৯ বলে তুলে নেন ফিফটি। তাদের ১৩ ওভারে ১৩৭ রানের জুটি ভাঙেন প্যাট্রিক ক্রুগার। স্লোয়ার ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে স্টার্লিং ক্যাচ দেন, ফিরেন ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলে।
থিতু হতে পারেননি হ্যারি টেক্টর। ৭ বলে ৫ রান করে তিনি বোল্ড হন। তবে অপর প্রান্তে মার চালিয়ে যান রস অ্যাডেয়ার। এ ওপেনারের ব্যাটে ভর করে আয়ারল্যান্ডের রানের চাকা ঘুরতে থাকে তুমুল গতিতে। বাউন্ডারির পসরা সাজানো অ্যাডেয়ার ৫৭ বলে নেন শতক। পরের বলেই তুলে মারতে গিয়ে ধরা পড়েন তিনি। ৫৮ বলে ১০০ রানের এ ইনিংসে ছিল ৫ চার আর ৯ ছক্কা। অর্থাৎ, বাউন্ডারি থেকেই ৭৪ রান করেছেন তিনি। ৯ ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-২০ তে আয়ারল্যান্ডের জার্সিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডের মালিকও হয়েছেন তিনি।
শেষে ১৩ বলে ২০ রানের এক কার্যকরী ইনিংস খেলেন জর্জ ডকরেল। ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান করে থামে আইরিশরা।
জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা করে দারুণ। যার কৃতিত্বটা ছিল মূলত ওপেনার রায়ান রিকেলটনের। ফিওন হ্যান্ডের করা ইনিংসের পঞ্চম ওভারে মারেন ২ ছক্কা আর ১ চার। রিকেলটনের ঝড় থামান গ্রাহাম হিউম। পাওয়ারপ্লের শেষ ওভারে স্কয়ার লেগে হিউমের বলে ক্যাচ তুলে দেন তিনি। ২২ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরে যান রিকেলটন। পাওয়ারপ্লে শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১ উইকেটে ৫৩।
দ্বিতীয় উইকেটে হেন্ডরিকস আর ম্যাথু ব্রিটজকে যোগ করেন ৭১ রান। তারা দুজনেই আউট হন ব্যক্তিগত ৫১ রানের মাথায়। শেষ ৫ ওভারে ৭ উইকেট হাতে রাখা প্রোটিয়াদের প্রয়োজন ছিল ৫৩ রান। ১৬তম ওভারে ১৪ রান এলেও আউট হয়ে যান ট্রিস্টান স্টাবস। পরের ওভারে আরো ১১ রান এলে ম্যাচে টিকে থাকে প্রোটিয়ারা।
কিন্তু শেষ তিন ওভারেই যেন সব ওলটপালট হয়ে যায় প্রোটিয়াদের। ১৮তম ওভারে নো বল আর দুই ওয়াইড দিয়েও হিউম দেন মাত্র ৫। পরের ওভারে মার্ক অ্যাডেয়ার দেন মাত্র ৪ রান, ফিরিয়ে দেন মুল্ডার, ব্রিটজকে এবং এনকাবা পিটারকে। নিজের বলে নিজে ক্যাচ নিয়ে মুল্ডারকে ফিরিয়ে শুরুটা হয়। এরপর লং অনে ক্যাচ তুলে দেন ব্রিটজকে আর শেষ বলে করা স্লোয়ারে ধরাশায়ী হন পিটার।
শেষ ওভারে হিউমের ডিফেন্ড করতে হত ১৮ রান। মাত্র ৭ রান দিয়ে হিউম জোড়া উইকেট তুলে নিলে আয়ারল্যান্ড জিতে ১০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ১৯৫/৬, ২০ ওভার
রস ১০০, স্টার্লিং ৫২, ডকরেল ২০
মুল্ডার ২/৫১, ক্রুগার ১/৩১
দক্ষিণ আফ্রিকা ১৮৫/৯, ২০ ওভার
হেন্ডরিকস ৫১, ব্রিটজকে ৫১, রিকেলটন ৩৬
মার্ক ৪/৩১, হিউম ৩/২৫
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।