দুবেকে বিশ্বকাপের ডার্ক হর্স মনে হচ্ছে গিলক্রিস্টের
দুবেকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন গিলক্রিস্ট।

দুবেকে বিশ্বকাপের ডার্ক হর্স মনে হচ্ছে গিলক্রিস্টের
প্রকাশিত হয়েছে - 2024-04-21T18:46:51+06:00
আপডেট হয়েছে - 2024-04-21T18:46:51+06:00
আইপিএল মানেই যেন নতুন তারকার উত্থান। আইপিএলের প্রতি আসরেই দেখা মেলে নতুন নতুন তারকা ক্রিকেটারদের। এবারের আসরেও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নজর কেড়েছেন। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
শিভাম দুবে।
নতুন ভালো করা ক্রিকেটারদের মধ্যে অন্যতম শিভাম দুবে। ভারতীয় এই ক্রিকেটারের মারকাটারী ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে অনেকেই দাবি জানাচ্ছেন তাকে বিশ্বকাপের দলে নেওয়ার। সেই তালিকায় আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টও।
আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন শিভাম দুবে। এখনও পর্যন্ত ৭ ইনিংসে ব্যাটিং করে ১৫৭.০৫ স্ট্রাইক রেটে ২৪৫ রান করেছেন দুবে, ফিফটি হাঁকিয়েছেন ২টি। চেন্নাইয়ের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান তারই। মূলত অলরাউন্ডার হলেও চেন্নাই তাকে খেলাচ্ছে ব্যাটার হিসেবে। নিজের দায়িত্বটা দারুণভাবে পালন করছেন দুবে। যার ফলে আলোচনায় আসছে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার ব্যাপারটি।
সম্প্রতি ক্রিকবাজ এর এক অনুষ্ঠানে বিশ্বকাপে ভারতের ডার্ক হর্স বেছে নিতে বলা হলে সাবেক অজি তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘শিভাম দুবে - আমার চোখে তার ফর্ম অপ্রতিরোধ্য। সে স্পিনারদের ওপর চড়াও হয়, আমরা অনেকদিন ধরে এটা জানি এবং দেখে আসছি। তবে এখন সে পেসারদেরও আক্রমণ করছে। মাঠের চারপাশে শট নির্বাচনে সে আত্মবিশ্বাসী।’
গিলক্রিস্ট আরও বলেন, ‘তারা (ভারতীয় নির্বাচক) দুবের কাছে বার্তা পাঠিয়ে নিশ্চিত করতে পারে, যেন সে অন্তত নেটে প্রচুর বোলিং করে। জানি, এটা ম্যাচ অনুশীলন হবে না। তবে তাকে টুর্নামেন্টের শেষের দিকে কিছুটা বোলিং করতে দেখা যেতে পারে। তবে যাই হোক না কেন, প্রতিভা হিসেবে সে দারুণ।’
আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime
Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।