দেশে ফেরার ঘোষণা লামিচানের, লড়তে চান ‘মিথ্যা’ অভিযোগের বিরুদ্ধে
বেশ কিছুদিন আগেই আদিবাসী কিশোরীর সম্ভ্রমহানীর অভিযোগ উঠেছে সন্দীপ লামিচানের বিরুদ্ধে। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। তবে এত বড় অভিযোগের পরেও এখনো পর্যন্ত দেশে ফেরেননি এই লেগ স্পিনার।

দেশে ফেরার ঘোষণা লামিচানের, লড়তে চান ‘মিথ্যা’ অভিযোগের বিরুদ্ধে
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-10-02T04:01:22+06:00
আপডেট হয়েছে - 2022-10-02T04:01:22+06:00
খেলার সারসংক্ষেপ
বেশ কিছুদিন আগেই আদিবাসী কিশোরীর সম্ভ্রমহানীর অভিযোগ উঠেছে সন্দীপ লামিচানের বিরুদ্ধে। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। তবে এত বড় অভিযোগের পরেও এখনো পর্যন্ত দেশে ফেরেননি এই লেগ স্পিনার।
সন্দীপ লামিচানে। ছবিঃ গেটি ইমেজস
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকবারই নিজেকে নির্দোষ দাবি করেছেন লামিচানে, দিয়েছেন দেশে ফেরার বার্তাও। এবার একদম দিন-তারিখসহ দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, ‘২০২২ সালের ৬ অক্টোবর আমার দেশ নেপালে পৌঁছাব আমি। মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য নেপাল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করব।’
অভিযোগ ওঠার পর থেকে সময়টা একদমই ভালো যাচ্ছে না লামিচানের। নেপালের ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এছাড়াও সিপিএল খেলার জন্য ক্যারিবিয়ানে গেলেও কোনো ম্যাচ না খেলেই ফিরে এসেছেন তিনি। নিজের ব্যক্তিত্বের ওপরও বেশ নেতিবাচক প্রভাব পড়েছে লামিচানের। অভিযোগ ওঠার আগ পর্যন্ত জাতীয় দলের অধিনায়কও ছিলেন ২২ বছর বয়সী এই লেগ স্পিনার।
তবে নিজেকে আরও একবার নির্দোষ দাবি করে লামিচানে জানিয়েছেন, ‘আবারও বলছি, আমি নির্দোষ। বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। সকল আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং মাননীয় আদালতের সুষ্ঠু বিচার ও রায়ের ওপর আমি দৃঢ় বিশ্বাসী। দ্রুত সময়ের মধ্যে ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী।’
লামিচানে আরও জানান, ‘প্রিয় শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করছি যে, আমি নির্দোষ ও কোনো অন্যায় করিনি। যে অস্বস্তিকর ও কঠিন মানসিক অবস্থায় ছিলাম, সেটা কাটিয়ে উঠেছি। নিজেকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার প্রমাণ করতে অগ্নিপরীক্ষা দিতে আমি প্রস্তুত। আমি নিশ্চিত, আমার বিরুদ্ধে তোলা সমস্ত অন্যায় অভিযোগ সময়ের সঙ্গে উন্মোচিত হবে।’
সন্দীপ লামিচানে। ছবিঃ গেটি ইমেজস
অল্প সময়েই দারুণ খ্যাতি কুড়িয়ে ফেলেছিলেন লামিচানে। বিগ ব্যাশ, সিপিএল, বিপিএল, আইপিএলসহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগগুলোতে বেশ দাপটের সাথেই খেলে বেড়াতেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও তার পারফরম্যান্স দুর্দান্ত।
লামিচানে সর্বশেষ মাঠে নেমেছিলেন নেপালের হয়ে কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে, গত ৩০ আগস্ট। সদ্য সমাপ্ত সিপিএলের শিরোপাজয়ী দল জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলার কথা থাকলেও গুরুতর এই অভিযোগের পর আর খেলতে পারেননি তিনি। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে স্পর্শকাতর এই ইস্যুর কারণে ক্রিকেট ক্যারিয়ারটাই না হুমকির মুখে পড়ে যায় লামিচানের!
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।