██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে এগিয়ে রাখলেন লতিফ

বাংলাদেশের ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ

দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে এগিয়ে রাখলেন লতিফ

প্রকাশিত হয়েছে - 2024-08-26T19:54:57+06:00

আপডেট হয়েছে - 2024-08-26T19:56:33+06:00

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফর্ম করে ১০ উইকেটের বড় জয়ে পেয়েছে টাইগাররা। এই জয়ের পর দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে এগিয়ে রাখছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]



দ্বিতীয় টেস্ট জিততে হলে পাকিস্তানকে খুবই ভালো করতে হবে বলে মত লতিফের। স্বাগতিকদের ১০ উইকেটে হারের পর বাংলাদেশকে দ্বিতীয় টেস্টের জন্য এগিয়ে রাখছেন তিনি।


রশিদ লতিফ বলেন, " বাংলাদেশ এগিয়ে থাকবে। ম্যাচের পর সবসময় অবস্থার পরিবর্তন হয়। পাকিস্তান এগিয়ে ছিল, তবে এখন অবস্থা অন্যরকম। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। বাংলাদেশের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবই বেশ ভালো। পাকিস্তানকে খুব ভালো খেলতে (জিততে হলে) হবে।"

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।



ম্যাচে ব্যর্থ হয়েছে পাকিস্তানের টপ অর্ডার। অধিনায়ক শান মাসুদসহ বাকিদের ভালো করার তাগিদ দেন লতিফ।





" টপ অর্ডারে শান মাসুদকে রান করতে হবে। আবদুল্লাহ শফিক আছে, সায়েম আইয়ুব, বাবর আজম- সবাইকেই ভালো করতে হবে। রিজওয়ান নিজের কাজ করছে সে ছাড়াও বাকিদের এগিয়ে আসতে হবে। রান তো করতেই হবে, আউটও করতে হবে।"



রাওয়ালপিন্ডি টেস্টে চার পেসার নিয়ে খেললেও কোন বিশেষজ্ঞ স্পিনার খেলায়নি পাকিস্তান। আঘা সালমান ৪০ ওভার হাত ঘুরালেও পাননি উইকেটের দেখা। স্পিন ঘাটতির কথা বলেছেন লতিফ।


" বিশেষজ্ঞ স্পিনার না নিয়ে ওরা (পাকিস্তান) ভুল করেছে। নোমানকে নিতে পারতো, আবরারকে নিতে পারত। যেকোনো একজনকে নিতে পারত। ম্যাচের আগেই বলেছিলাম চার পেসার নেয়া ঠিক হয়নি। একজন বিশেষজ্ঞ (স্পিনার) দরকার ছিল। আঘা সালমান ছিল। যদিও ৪০ ওভারে সে কোনও উইকেটই নেয়নি। সে ভালো বোলার। কিন্তু অপরপ্রান্ত থেকে তার সমর্থন দরকার ছিল।"



পাকিস্তানের চেয়ে অনেক ভালো খেলেছে বাংলাদেশ এমনটাই মত লতিফের। প্রশংসায় ভাসিয়েছেন মেহেদী হাসান মিরাজকে।



" সাকিব আল হাসানের সঙ্গে যদি তাইজুল থাকতো তাহলে ম্যাচ এতো চ্যালেঞ্জিংও হতো না। মেহেদী হাসান মিরাজ- তিনিও অসাধারণ খেলেছেন। তারা একসঙ্গেই খেলছে, নতুন কেউ নেই এখানে। এই ম্যাচে পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। নেতৃত্বও ভালো দিয়েছে তারা। শান মাসুদকে আমি বলব পাকিস্তানের জন্য যেটা ভালো হয় সেই সিদ্ধান্ত নিতে।"


রাওয়ালপিন্ডিতেই সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৩০ আগস্ট। 


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.