দ্বিতীয় সন্তানের বাবা হলেন রোহিত শর্মা
বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত নিজেই।

দ্বিতীয় সন্তানের বাবা হলেন রোহিত শর্মা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-16T18:34:57+06:00
আপডেট হয়েছে - 2024-11-16T18:39:20+06:00
দ্বিতীয়বার বাবা হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমে ভেসে বেড়াচ্ছিল রোহিতের বাবা হতে যাওয়ার খবর। এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে রোহিত নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। [গুগল নিউজেবিডিক্রিকটাইম ফলো করুন]
ইনস্টাগ্রাম পোস্টে রোহিত একটি পরিবারের গ্রাফিক্স পোস্ট করেছেন। যেখানে বাবা-মা এর সাথে একটি কন্যা সন্তান এবং ছোট্ট একটি শিশুকে দেখা যাচ্ছে। ছবিতে লেখা, ‘ফ্যামিলি, যেখানে আমরা চারজন রয়েছি।’ সাথে ক্যাপশনে লেখা হয়েছে, ‘১৫/১১/২০২৪।’ বলার অপেক্ষা রাখছে না, ১৫ নভেম্বর দ্বিতীয়বারের মত বাবা হওয়ার ঘোষণাই দিয়েছেন রোহিত। সাথে নিজের স্ত্রী রিতিক সাজদেহকে ট্যাগও করেছেন রোহিত।
এমন গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রীর পাশে থাকার জন্যই এখনও দলের সাথে অস্ট্রেলিয়ায় যোগ দিতে পারেননি রোহিত। পার্থ টেস্টে তার খেলা নিয়ে শঙ্কাও ছিল। তবে ২২ নভেম্বরের আগে বেশ কিছুটা সময় থাকায় পার্থে তার খেলার সম্ভাবনাই এখন বেশি।
২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোহিত এবং রিতিকা। এই দম্পতির ঘরে প্রথম সন্তান আসে ২০১৮ সালে। কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল সামাইরা। এবারের সন্তান ছেলে না মেয়ে তা অবশ্য রোহিত এখনও খোলাসা করেননি। তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পুত্র সন্তান এসেছে রোহিত এবং রিতিকার ঘরে।
বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে ভারতীয় দল। ২২ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।