দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ৭ ক্রিকেটার
ড্রাফটে সর্বোচ্চ রিজার্ভ প্রাইস সাকিবের। আছেন নারী ক্রিকেটার জাহানারা আলম।

প্রকাশিত হয়েছে - 2023-03-02T10:25:32+06:00
আপডেট হয়েছে - 2023-03-02T10:25:32+06:00
পুরুষ ক্রিকেটারদের মধ্যে ড্রাফটে আছেন ৬ ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব। এছাড়া নারী ক্রিকেটারদের মধ্যে ড্রাফটে জায়গা পেয়েছেন পেসার জাহানারা আলম।
সাকিবের রিজার্ভ প্রাইস ধরা হয়েছে সোয়া এক লাখ পাউন্ড বা দেড় কোটি টাকা। বিদেশি ক্রিকেটারদের জন্য এটাই সবচেয়ে বেশি মূল্য। এই মূল্যের ক্যাটাগরিতে সাকিব ছাড়াও আছেন কাইরন পোলার্ড, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা। পাকিস্তানের শাহীন আফ্রিদি, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের রিজার্ভ প্রাইস ১ লাখ পাউন্ড।
১ লাখ পাউন্ড দামের বাকিরা হলেন- ট্রেন্ট বোল্ট, ডোয়াইন ব্রাভো, লকি ফার্গুসন, মিচেল মার্শ, অ্যানরিখ নরকিয়া, জাই রিচার্ডসন, রাইলি রুশো ও আন্দ্রে রাসেল।
বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের মধ্যে লিটন দাস ৭৫ হাজার পাউন্ড ও আফিফ হোসেন ধ্রুব ৪০ হাজার পাউন্ড রিজার্ভ প্রাইস তালিকায় রয়েছেন। তাসকিন, সৌম্য ও নাসুমের কোনো মূল্য নির্ধারণ করে দেওয়া হয়নি। সব মিলিয়ে মোট ৩৬৮ জন বিদেশি ক্রিকেটার আছেন ড্রাফটে।
জাহানারা-আলম
নারীদের ড্রাফট তালিকায় জাহানা আলম আছেন একমাত্র বাংলাদেশি হিসেবে। তাসকিন, সৌম্য ও নাসুমের মতো তারও রিজার্ভ প্রাইস নির্ধারিত নয়।
আগস্টে অনুষ্ঠিতব্য দ্য হান্ড্রেডের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। ইংল্যান্ডের বৈচিত্র্যময় এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেয় ৮ দল। পুরুষ ক্রিকেটের পাশাপাশি একই সময়ে জমকালো আয়োজনে আয়োজিত হয় নারীদের ক্রিকেটও। এই টুর্নামেন্টের প্রতি ইনিংস ১০০ বলের। অদ্ভুত ও মজার কিছু নিয়মের কারণে দ্য হান্ড্রেড বেশ জনপ্রিয়তা অর্জন করে। এখন পর্যন্ত এর দুটি সংস্করণ মাঠে গড়িয়েছে। পুরুষদের ইভেন্টে একবার করে শিরোপা জিতেছে সাউদার্ন ব্রেভ ও ট্রেন্ট রকেটস। নারীদের ইভেন্টে দুবারই চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সেবলস।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।