
ধর্মশালার কুয়াশাকে ‘চমৎকার’ লেগেছে মিচেলের
প্রকাশিত হয়েছে - 2023-10-23T15:43:58+06:00
আপডেট হয়েছে - 2023-10-23T15:43:58+06:00
স্বাগতিক ভারতের সামনে এসে থেমেছে উড়তে থাকা নিউজিল্যান্ডের জয়রথ। বিশ্বকাপে ভারতের কাছে ৪ উইকেটে হেরে প্রথম হারের স্বাদ পেল কিউইরা। হারলেও বেশ ভালোভাবে লড়াই করেছে নিউজিল্যান্ড। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল ]
অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মিচেল। ছবি : গেটি ইমেজস
ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। সেখানে বড় অবদান ছিল ব্যাটার ড্যারিল মিচেলের। ১২৭ বলে ১৩০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন মিচেল। এছাড়া ৮৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র।
তবে খেলার বাইরের একটি ব্যাপারও আলোচনায় এসেছে এই ম্যাচে। ম্যাচের মাঝে বাগড়া দিয়েছিল ধর্মশালার কুয়াশা। পাহাড়ি এলাকা হওয়ায় বেশ ঠাণ্ডা ধর্মশালাতে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের মাঝে ভারতের ইনিংসের মাঝপথে মাঠে দেখা যায় কুয়াশার আধিক্য। ফলে কিছুক্ষণ বন্ধও থাকে খেলা। ম্যাচ শেষে কুয়াশা নিয়ে অবশ্য কোনোরকম অভিযোগ করেননি মিচেল। বরং তার কাছে বেশ চমৎকার লেগেছে ধর্মশালার কুয়াশা।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মিচেল বলেন, ‘কুয়াশায় খেলা বন্ধ হয়ে যাওয়াটা বেশ অদ্ভুত ব্যাপার। তাই নয় কি? তবে আমি একবার একটি প্রথম শ্রেণির ম্যাচে ওয়েলিংটনের কারোরি পার্কে এমন কুয়াশার মধ্যে পড়েছিলাম। ক্রিকেটে অনেক চমৎকার ঘটনা ঘটে। ধর্মশালার কুয়াশা তেমনই একটা ব্যাপার। দারুণ এক অভিজ্ঞতা হলো।’
আপাতত ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের পরবর্তী ম্যাচ আগামী ২৮ অক্টোবর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।