নতুন ‘সাকিব’ থেকে ভালো কিছুর প্রত্যাশা প্রধান নির্বাচকের
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ওয়ানডে ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাই নতুন সাকিব থেকে অনেক ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
ম্যাচ পাতানোর অভিযোগ লুকানোর কারণে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন এই অলরাউন্ডার। গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মধ্য দিয়ে আবারো ২২ গজে ফিরেছেন তিনি। তবে পালা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। বাংলাদেশে করোনাভাইরাসের হানার পর এটিই হবে টাইগারদের জন্য প্রথম আন্তর্জাতিক সফর।
Also Read - মুরগির কলিজা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা যায় না : আফ্রিদিসেই সাথে নিষেধাজ্ঞার পর প্রথম আন্তর্জাতিক সিরিজ সাকিবেরও। তবে নামটা ‘সাকিব’ বলেই প্রত্যাশার পারদটা একটু বেশি প্রধান নির্বাচক নান্নুর। নতুন সাকিব থেকে ভালো কিছু আশা করছেন তিনি।
“অবশ্যই নাম্বার ওয়ান অলরাউন্ডার দলের সাথে। এই অভিজ্ঞতা সবার সাথে ভাগাভাগি করতে পারবে এবং টিমের জন্য একটা বুস্ট আপ। আমরা মনে করি ও নিজেও একদম রিফ্রেশ হয়ে শুরু করছে। ওর কাছে আমরা অনেক বেটার পারফরম্যান্স আশা করি।”
দেশে করোনার প্রকোপ বাড়তে থাকায় সব ধরণের খেলা বন্ধ রাখা হয়েছিল। তবে ধীরে ধীরে সেটি কাটিয়ে উঠে নিজেদের মধ্যে ভাগ হয়ে ওয়ানডে টুর্নামেন্ট এবং টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছে তামিম-মুশফিকরা। তবুও আন্তর্জাতিক মঞ্চ বলেই ক্রিকেটারদের উপর বাড়তি চাপ থাকবে বলে মনে করছেন প্রধান নির্বাচক নান্নু।
“আমাদের জন্য একটা ফ্রেশ শুরু করা। কারণ একটা লম্বা বিরতি গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে এত বড় গ্যাপ মানে নতুন করে শুরু করার অর্থ শূন্য থেকে শুরু করা। সে হিসেবে প্লেয়ারদের উপর একটা চাপ অবশ্যই থাকবে, চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। যেহেতু আমরা ঘরের মাথে খেলছি আরও বেশি চ্যালেঞ্জের। প্রত্যাশা থাকবে ভালো ক্রিকেট খেলা। আমার বিশ্বাস আমাদের প্লেয়াররা যথেষ্ট অভিজ্ঞ আছে। নতুন এবং পুরাতন মিলিয়ে অভিজ্ঞতার দিক দিয়ে ভালো একটা দল হয়েছে। আমি আশা করছি এই সিরিজে আমরা ভালো ক্রিকেট উপহার দিতে পারবো।”
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি আরম্ভ হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। ওয়ানডে সিরিজ শেষ হলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।