রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-10-21T22:05:13+06:00
আপডেট হয়েছে - 2023-10-21T22:06:17+06:00
জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় দিনেই খেলা শেষ করে দিয়েছে ঢাকা বিভাগ। সিলেট বিভাগের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে ঢাকা। এছাড়া অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়েছেন নবিন ইসলাম, সেঞ্চুরির অপেক্ষায় আছেন নাঈম শেখ। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২২ রানে ১ উইকেট নিয়ে দিনের খেলা শুরু করে সিলেট। দ্বিতীয় ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। বলার মত আহামরি রান করতে পেরেছেন কেবল শামসুর রহমান শুভ। ৪৫ বলে ২৯ রান করেন তিনি। বাকিরা সবাই হতাশ করেছেন। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১১৬ রানের মাথায় অলআউট হয়ে যায় সিলেট।
ঢাকার হয়ে ৫ উইকেট শিকার করেন নাজমুল ইসলাম অপু।
মাত্র ৭৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ঢাকাকে। ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ঢাকার হয়ে ৪৩ বলে ২৬ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন আবদুল মজিদ।
আরেকদিকে হাড্ডাহাড্ডি লড়াই চলছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে রংপুর বিভাগ। দলের হয়ে অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়েছেন নবিন ইসলাম। সেঞ্চুরি পেরিয়েও বহুদূর এগিয়েছেন নবিন। ২১৮ বলে ১৪৫ রানের দারুণ এক ইনিংস খেলে শেষপর্যন্ত টিকে ছিলেন নবিন। রংপুর দ্বিতীয় ইনিংসে দাঁড় করায় ৪৬৪ রানের বিশাল এক সংগ্রহ।
ঢাকা মেট্রোর হয়ে ৩ উইকেট শিকার করেন শহিদুল ইসলাম।
৪১০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অবশ্য ভালোভাবেই জবাব দিচ্ছে ঢাকা মেট্রো। তৃতীয় দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে মেট্রো। ক্রিজে সেঞ্চুরির অপেক্ষায় টিকে আছেন নাঈম শেখ। ৯৫ বলে ৯৬ রান করে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে নাঈম ইসলাম ১৮ বলে ৬ রান করে টিকে আছেন। বল হাতেও রংপুরের হয়ে আলো ছড়াচ্ছেন নবিন। তুলেছেন ২ উইকেট।
রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্টেডিয়ামে আভাস পাওয়া যাচ্ছে রোমাঞ্চকর সমাপ্তির। ২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী বিভাগ। তবে দ্বিতীয় ইনিংসে বেশি একটা আগাতে পারেনি তারা। সাব্বির হোসাইনের ৫২ এবং মেহরাব হাসানের ৪৫ রান বাদে তেমন কেউ ভালো করেননি। দলও অলআউট হয়েছে ১৯২ রানে।
বরিশালের হয়ে ৪ উইকেট শিকার করেন তানভীর ইসলাম।
১৬৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কিছুটা চাপে আছে বরিশাল। ওপেনার ইফতিখার হোসাইন ইফতি বাদে আর কেউ খুব একটা আলো ছড়াতে পারেননি। ১২৮ বলে ৫৬ রান নিয়ে দলের শেষ ভরসা হয়ে টিকে আছেন ইফতি। দিনের খেলা শেষে ৬ উইকেটে ১১১ রান তুলেছে বরিশাল। জয়ের জন্য আরও দরকার ৫৮ রান। রাজশাহীর হয়ে ৪ উইকেট নেন তাইজুল ইসলাম।
সিলেটে জয়ের পথে আছে খুলনা বিভাগ, তবে রোমাঞ্চের আভাস আছে এখানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে চট্টগ্রাম। দলের হয়ে ১৩২ বলে ৮৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম দাঁড় করায় ১৭৫ রানের সংগ্রহ।
১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের পথেই আছে খুলনা। ৬ উইকেট হারিয়ে ১০২ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা। অমিত মজুমদার খেলেছেন ৮৮ বলে ৩৩ রানের ইনিংস। এছাড়া ২২ বলে ১৯ রান করে ভরসা হয়ে ক্রিজে টিকে আছেন আফিফ হোসেন ধ্রুব। জয়ের জন্য আর ৩১ রান দরকার খুলনার।
চট্টগ্রামের হয়ে ৪ উইকেট শিকার করেন হাসান মুরাদ।
সংক্ষিপ্ত স্কোর:
ভেন্যু : বগুড়া
সিলেট ১ম ইনিংস: ২১২
ঢাকা ১ম ইনিংস: ২৫৬
সিলেট ২য় ইনিংস: (আগের দিন ২২/১) ৫৪.৩ ওভারে ১১৬ (মিজানুর ১৫, জাকির ১৪, গালিব ১৩, শামসুর ২৯; নাজমুল ১৯-৫-৩৮-৫, শুভাগত ১৬.৩-৫-২৪-৩)
ঢাকা ২য় ইনিংস: (লক্ষ্য ৭৩) ১৮.২ ওভারে ৭৫/৩ (মজিদ ২৬*, রনি ৯, জয়রাজ ২০, তাইবুর ১৪, সুমন ৫*; নাবিল ৯.২-২-৩২-২, শামসুর ৫-০-১৩-১)
ফলাফল: ঢাকা বিভাগ ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: নাজমুল ইসলাম অপু
ভেন্যু : মিরপুর
রংপুর ১ম ইনিংস: ১১৯
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১৭৩
রংপুর ২য় ইনিংস: (আগের দিন ২৭৮/৬) ১২১.৪ ওভারে ৪৬৪ (নবিন ১৪৫*, নিহাদউজ্জামান ৩১, আব্দুল গাফফার ৪৫, শাহিন ১১; আবু হায়দার ২৩-০-১৩৭-২, শহিদুল ২৩-৩-৬৮-১, মানিক ১৭.৪-১-৬৯-৩, আরিফুল ৪২-৯-১২০-২, নাঈম ইসলাম ৮-১-২৬-১)
ঢাকা মেট্রো ২য় ইনিংস: (লক্ষ্য ৪১১) ৩৪ ওভারে ১৭৬/২ (নাঈম শেখ ৯৬*, সাদমান ৫৪, মাহফিজুল ২, নাঈম ইসলাম ৬*; রবিউল ৭-০-৩৯-০, আব্দুল গাফফার ৭-০-৪৫-০, নবিল ৬-২-১৮-২, নিহাদউজ্জামান ৪-১-৪-০)
ভেন্যু : রাজশাহী
রাজশাহী ১ম ইনিংস: ২০৯
বরিশাল ১ম ইনিংস: ২৩৩
রাজশাহী ২য় ইনিংস: (আগের দিন ৭৫/২) ৬১.১ ওভারে ১৯২ (সাব্বির হোসেন ৫২, ফরহাদ ১০, সাব্বির রহমান ২৩, মেহেরব ৪৫, শাকির ১৯, সানজামুল ২১, তাইজুল ২; কামরুল ১২-১-৪৯-১, রুয়েল ১৩-৫-৪১-৩, তানভির ২৩.১-৫-৪৪-৪, মইন ৪-০-১৩-২)
বরিশাল ২য় ইনিংস: (লক্ষ্য ১৬৯) ৪২ ওভারে ১১১/৬ (আবু সায়েম ১৯, ইফতেখার ৫৬*, মইন ১৭, সোহাগ ৫, শামসুল ০*; রানা ৯-৩-১৪-১, তাইজুল ১৯-৫-৪০-৪, মোহর ৭-২-১৯-১, সানজামুল ৪-০-১৬-০)
ভেন্যু : সিলেট
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৪২
খুলনা ১ম ইনিংস: ২৮৫
চট্টগ্রাম ২য় ইনিংস: (আগের দিন ৩৮/৩) (সৈকত ২০, ইরফান ৩২, শামিম ৮৪, ইয়াসিন ১৯, ফাহাদ ২*; আল আমিন ১২-৩-২৫-২, হালিম ১৩-০-৪১-২, সৌম্য ৮-০-৩০-২, আরিদুল ১৫-৪-২৯-২, মিঠুন ৩-০-৫-০, এনামুল ১.৫-০-২-২)
খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ১৩৩) ৩০.৪ ওভারে ১০২/৬ (সৌম্য ৩, এনামুল ১৯, অমিত ৩৩, সোহান ২০, আফিফ ১৯*; ফাহাদ ৫-১-১৭-১, নাঈম ৯-১-২৩-০, এনামুল ৭-০-৩৭-১, মুরাদ ৩.৪-১-২-৪)
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।