নভেম্বর সেরার দৌড়ে দুই ইংলিশ ও এক পাকিস্তানি ক্রিকেটার
নভেম্বর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করেন জস বাটলার-আদিল রশিদ ও শাহিন শাহ আফ্রিদি। তাই আইসিসির নভেম্বর সেরা ক্রিকেটারের দৌড়ে আছেন এ তিনজন।

প্রকাশিত হয়েছে - 2022-12-06T18:26:06+06:00
আপডেট হয়েছে - 2022-12-06T18:26:06+06:00
গত মাসেই দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘরে তুলে ইংল্যান্ড। বিশ্বকাপে প্রথমদিকে বাজে শুরু করলেও ফাইনালে উঠে পাকিস্তান। নভেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে এই দুই দলের আধিপত্য থাকবে সেটা স্বাভাবিক। হয়েছেও তাই। নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের জন্য তিনজনে সংক্ষিপ্ত তালিকা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তালিকায় আছেন দুইজন ইংলিশ ও একজন পাকিস্তানি ক্রিকেটার।
ইংল্যান্ড
সংক্ষিপ্ত এ তালিকায় জায়গা পাওয়া তিন ক্রিকেটার হলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ও লেগ স্পিনার আদিল রশিদ। সেইসাথে আছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি।মূলত গত নভেম্বর মাসে ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করেছেন এই তিন ক্রিকেটার। বিশেষ করে বিশ্বকাপে দলের হয়ে আলো ছড়ান বাটলার-রশিদ ও শাহীন।
জস বাটলারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ইংলিশরা। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নভেম্বরে শিরোপা উঁচিয়ে ধরে তারা। বিশ্বকাপে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতে ফর্মে ছিলেন বাটলার। বিশেষ করে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে দলকে জেতান সামনে থেকে। ৪৯ বলে ৯ টি চার ও ৩ ছক্কায় করেন অপরাজিত ৮০ রান। অ্যালেক্স হেলসের সাথে দুর্দান্ত এক জুটিতে দলকে ১০ উইকেটের বড় জয় উপহার দেন।
সবমিলিয়ে বিশ্বকাপে বাটলারের ব্যাট থেকে আসে ২০৭ রান। যেখানে তার নামের পাশে আছে দুটি অর্ধশতকও। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দেখা পান হাফ-সেঞ্চুরির। এছাড়া ফাইনালে পাকিস্তানের বিপক্ষে আক্রমণাত্মক শুরু করেন ইংল্যান্ড দলপতি। ৫ ওভারে দলীয় সংগ্রহ তুলেন ৪৩ রান। তার অধীনায়কত্বে ভর করেই মেলবোর্নের ফাইনালে বাবর আজমদেরে মাত্র ১৩৭ রানে আটকে রাখে ইংলিশ বোলাররা।
বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের তিন ম্যাচে উইটেকশূন্য ছিলেন আদিল রশিদ। কিন্তু তার এমন বোলিং ফিগার দেখে পারফরম্যান্স বিবেচনা করলে ভুল হবে। ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে কম খরুচে বোলার ছিলেন তিনি। কম রান দিয়ে কুড়ি ওভারের বিশ্বকাপে প্রতিপক্ষকে চাপে রাখার কাজটা ভালোমতোই করেন এই লেগ স্পিনার।
পরের তিন ম্যাচ অবশ্য দারুণ বোলিংয়ের পাশাপাশি উইকেট নিয়েও দলকে জেতান রশিদ। ইংল্যান্ডে শিরোপা জয়ে রশিদের গুরুত্ব কম নয়। দুর্দান্ত সব স্পেলে প্রতিপক্ষকে কুপোকাত করেন অস্ট্রেলিয়া বিশ্বকাপে। সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভার বল ঘুরিয়ে মাত্র ১৬ রান দেন তিনি। ১ উইকেটও শিকার করেন। ওই ম্যাচে সেরা খেলোয়াড়ও হন তিনি।
ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে দারুণ ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে তুলে নেন রশিদ। চর ওভার বোলিং করে মাত্র ২০ রান দেন এই ডানহাতি স্পিনার। ফাইনাল ম্যাচে যেন আরও জ্বলে উঠেন রশিদ। পরপর মোহাম্মদ হারিস এবং বাবর আজমকে আউট করে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। ফাইনালে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেটের দেখা পান। সাথে ১ টি মেডেন দিয়ে পাকিস্তানের ইনিংসকে বড় করতে দেননি তিনি।
ইনজুরি থেকে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আগুন ঝরান শাহীন আফ্রিদিও। মাত্র ১৪.০৯ গড়ে ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকয় নাম লেখান এই বাঁহাতি পেসার। যেখান তার গড় মাত্র ৬.১৫।
বল হাতে সবচেয়ে বেশি সফল হন বাংলাদেশের বিপক্ষে সুপার টুয়েলভ পর্বের শেষ ম্যাচে। ওই ম্যাচে জিততেই হতো পাকিস্তানকে। তখনই নিজের জাত চেনান আফ্রিদি। ৪ ওভার বল করে মাত্র ২২ রানে তুলে নেন ৪ টাইগার ব্যাটারকে। দলকে জিতিয়ে হন ম্যাচ সেরা। পাকিস্তানও উঠে যায় সেমিতে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও ছিলেন দুর্দান্ত। চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে ফিন অ্যালেন এবং কেন উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। পাকিস্তানও দেখা পায় স্বস্তির জয়।
ফাইনালেও প্রথমদিকে অ্যালেক্স হেলসকে আউট করে পাকিস্তানকে লড়াইয়ে রাখেন শাহিন। কিন্তু শেষ দিকে চোটের কারণে ৪ ওভার বল পূর্ণ করতে পারেননি তিনি। পাকিস্তানও হেরে যায় বেন স্টোকসের কাছে।
এমন পারফরম্যান্সের কারণেই এই তিনজনকে বেছে নেওয়া হয়েছে সেরা ক্রিকেটার নির্বাচনের জন্য। নভেম্বরের সেরা কে হতে চলেছেন সেটা সময়ই বলে দেবে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।