
অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে বেশ ফর্মেই আছেন বাংলাদেশি ব্যাটসম্যান নাঈম ইসলাম। সর্বশেষ ৩ টি ম্যাচের দুটিতেই তুলে নিয়েছেন দুইটি সেঞ্চুরি। গতকাল ১৯ তম সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থাকলেও আজ পূর্বাচঞ্চলের বিপক্ষে উত্তরাচঞ্চলের হয়ে করেছেন ২৮৪ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। যদিও সেঞ্চুরি করার কিছুক্ষণ পরেই আউট হয়ে গেছেন আবুল হাসানের বলে।
পূর্বাঞ্চলের প্রথম ইনিংসে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি পান আফিফ হোসেন (১০৫) এবং ইয়াসির আলী (১১০*)। প্রথম ইনিংস শেষে পূর্বাঞ্চল সংগ্রহ করে ৪৯০ রান।
জবাবে নাঈম ইসলামের সেঞ্চুরিতে ভর দিয়ে উত্তরাঞ্চল করে ৪০৪ রান। অবশ্য সময়ের শেষদিকে চলে আসায় ম্যাচটা যে ড্র হতে যাচ্ছে তা প্রায় নিশ্চিত।
আজকের দিনে সফল বোলার ছিলেন রুবেল এবং সোহাগ গাজী। দুইজনই পেয়েছেন দুইটি করে উইকেট। আগের দিন ১ উইকেট পাওয়া মুস্তাফিক ছিলেন আজ উইকেটবিহীন। সবশেষে ড্র-ই হয়েছে পূর্বাঞ্চল-উত্তরাঞ্চলের ম্যাচ।
আরো পড়ুনঃ ‘বোলিংয়ের ডন ব্র্যাডম্যান অশ্বিন’
ফ্রেয়া, প্রতিবেদক, বিডিক্রিকটাইম