
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ জড়ো করেছে ২৯৭ রান।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল সাবধানী। দুই ওপেনার মোহাম্মদ মাহফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন ইফতি গড়েন ৩৯ রানের পার্টনারশিপ। ৩৩ বলে ১৭ রান করে মাহফিজুল সাজঘরে ফিরলে ক্রিজে আসেন প্রান্তিক নওরোজ নাবিল।
ভুল বোঝাবুঝিতে সাজঘরে ফিরতে হয় ৪৫ বলে ২১ রান করা ইফতিকে। এরপর ৪১ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন আইচ মোল্লা। তবে একপ্রান্ত আগলে রাখেন নাবিল। তুলে নেন অর্ধশতকও।
Bangladesh U19s vs Nepal U19s
🇧🇩 have set a total of runs 298 runs
Bangladesh 297-4 in 50 overs
Nabil 127*(112), Fahim 58(54) R.H, Meherob 21(15), Ifti 21(45); Tilak 6-0-31-1
Live- https://t.co/MWB9bu2qmK#U19AsiaCup
— bdcrictime Live Scores (@BdCricTimeLive) December 24, 2021
১০৫ রানে তৃতীয় উইকেট পতনের পর নাবিলকে দারুণ সঙ্গ দেন মোহাম্মদ ফাহিম। একপর্যায়ে তিনিও তুলে নেন অর্ধশতক। রিটায়ার্ড হার্ট হয়ে অবশ্য মাঠ ছাড়তে হয় ফাহিমকে। তার আগে খেলছিলেন দারুণ ছন্দ নিয়ে। মাঠ ছাড়ার আগে ৫৪ বলের মোকাবেলায় তিনটি করে চার-ছক্কা হাঁকিয়ে ৫৮ রান করে অপরাজিত ছিলেন।
নাবিল অবশ্য রান বাড়ানোর ক্ষুধা হারাননি। দারুণ ফর্মে থাকা এই ব্যাটার তিন অঙ্ক স্পর্শ করেন ৯৮ বলের মোকাবেলায়, ৮টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে। শেষদিকে নাবিল বিধ্বংসী মেজাজে ব্যাট চালাতে থাকেন। এস এম মেহরব হোসেনও যোগ দেন তার সাথে। মেহরব ১৫ বলে ২১ রান করে বিদায় নিলেও নাবিল শেষপর্যন্ত ছিলেন অপরাজিত।
💯 Top knock from Nabil
Scorecard- https://t.co/2rYAUGk4kC#U19AsiaCup pic.twitter.com/xnIEvszz4R
— bdcrictime.com (@BDCricTime) December 24, 2021
১১২ বলের মোকাবেলায় ১১টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ১২৭ রান করে অপরাজিত থাকেন নাবিল। নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৯৭ রান।
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৯৭/৪ (৫০ ওভার)
নাবিল ১২৭*, ফাহিম ৫৮* (রিটায়ার্ড হার্ট), আইচ ২২, মেহরব ২১, ইফতি ২১ মাহফিজুল ১৭
তিলক ৩১/১, আদিল ৪৩/১
জয়ের জন্য নেপাল অনূর্ধ্ব-১৯ দলের প্রয়োজন ২৯৮ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।