নামিবিয়াকে হারিয়ে অজিদের টপকে শীর্ষে স্কটল্যান্ড

প্রকাশিত হয়েছে - 2024-06-07T10:58:52+06:00
আপডেট হয়েছে - 2024-06-07T10:58:52+06:00
নামিবিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়াকে টপকে 'বি' গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে স্কটল্যান্ড। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২তম ম্যাচে স্কটিশরা জয় পেয়েছে ৫ উইকেটের ব্যবধানে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় স্কটল্যান্ডের পয়েন্ট হয়েছে ৩।
বি্রিজটাউনে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান জড়ো করে নামিবিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান আসে অধিনায়ক জেরার্ড ইরাসমাসের ব্যাট থেকে। ৩১ বলের মোকাবেলায় ৫টি চার ও ২টি ছক্কায় এই ইনিংস সাজান তিনি।
এছাড়া জ্যান গ্রিন ২৮ ও নিকোলাস ডেভিন ২০ রান করেন। স্কটল্যান্ডের পক্ষে ব্র্যাড হোয়েল তিনটি ও ব্র্যাড কুরি দুটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্কটল্যান্ড কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ৯ বল ও ৫ উইকেট হাতে রেখে। এতে মূল অবদান রিচি বেরিংটনের। অধিনায়কোচিত ইনিংসে ৩৫ বলে ৪৭ রান করেন তিনি, হাঁকান দুটি করে চার ছক্কা। মাইকেল লিস্ক ১৭ বলে ৩৫ রানের ক্যামিও খেলেন। এছাড়া মাইকেল জোন্সের ব্যাট থেকে আসে ২৬ রান। নামিবিয়ার অধিনায়ক ইরাসমাস শিকার করেন জোড়া উইকেট।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।