নারী আইপিএলের শিরোপায় আক্ষেপ ঘুচলো ব্যাঙ্গালোরের

প্রকাশিত হয়েছে - 2024-03-18T02:24:05+06:00
আপডেট হয়েছে - 2024-03-18T02:24:05+06:00
শিরোপা জেতা হবে না জেনেই নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শক্তিশালী দল গড়ে। আইপিএলের জনপ্রিয় দলটিকে নিয়ে এমন নিষ্ঠুর রসিকতা শোনা যায় প্রায়ই। ১৬ বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেললেও বিরাট কোহলি, ফাফ দু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স কেউই দলকে এনে দিতে পারেননি শিরোপা। তবে নারীদের আইপিএলের দ্বিতীয় আসরেই এই আক্ষেপ ঘুচালো আরসিবির প্রমীলা দল।
দিল্লী ক্যাপিটালসকে হেসেখেলে হারিয়ে নারীদের আইপিএল খ্যাত উইমেনস প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রবিবার (১৭ মার্চ) দিল্লীতে অনুষ্ঠিত হয় শিরোপা নির্ধারণী এই ম্যাচ। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লীর অধিনায়ক মেগ ল্যানিং। লোকাল ক্রিকেটার শেফালি ভার্মাকে নিয়ে ল্যানিং দলকে এনে দিয়েছিলেন দারুণ শুরু। তবে দৃশ্যপট বদলে যায় ৮ম ওভারে। দলীয় ৬৪ রানে ৪ বলের ব্যবধানে সাজঘরে ফেরেন শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেজ ও আলিস ক্যাপসি।
২৭ বলে ৪৪ রান করা শেফালি বিদায় নিলে সাবধানী ব্যাটিং শুরু করেন ল্যানিং। তবে ২৩ বলে ২৩ রান করে তিনিও বিদায় নিলে দল একেবারে খেই হারিয়ে ফেলে। শেষপর্যন্ত ১৮.৩ ওভারে অলআউট হয়ে যায় দিল্লী ক্যাপিটালস, ১১৩ রানে। ব্যাঙ্গালোরের পক্ষে শ্রেয়াঙ্কা পাতিল চারটি, সোফি মোলিনেক্স তিনটি ও আশা সোবহানা দুটি উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে খুব একটা তাড়াহুড়া করেনি ব্যাঙ্গালোর। অধিনায়ক স্মৃতি মান্ধানা ও সোফি ডিভাইন ৮ ওভারে ৪৯ রান এনে দেওয়ার পর ভাঙে উদ্বোধনী জুটি। ২৭ বলে ৩২ রান করে সোফি ফেরার পর হাল ধরেন এলিসা পেরি। ৩৯ বলে ৩১ রান করে স্মৃতি বিদায় নিলে রিচা ঘোষকে নিয়ে জয়ের পথে পা বাড়ান পেরি। বাংলাদেশ সফরে আসার আগে ৩৭ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসে ৩ বল ও ৮ উইকেট হাতে রেখে নিশ্চিত করেন দলের জয়।
কোহলিরা কখনও না পারলেও পেরি-স্মৃতিদের হাত ধরে এবার অন্তত শিরোপার দেখা পেল ব্যাঙ্গালোর। আর তাতে কোহলিরাও সামিল হয়েছেন উদযাপনে। ম্যাচ শেষে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে স্মৃতি মান্ধানা ও তার দলকে শুভেচ্ছা জানান আরসিবির পুরুষ দলের এই সুপারস্টার।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।