নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় আনল নামিবিয়া
নামিবিয়ার প্রথম স্পোর্টস গভর্নিং বডি হিসেবে ছেলে এবং মেয়ে উভয় দলের ক্রিকেটারদের চুক্তির আওতায় আনতে সক্ষম হয়েছে নামিবিয়া ক্রিকেট।

নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় আনল নামিবিয়া
প্রকাশিত হয়েছে - 2024-03-27T19:38:37+06:00
আপডেট হয়েছে - 2024-03-27T19:38:37+06:00
প্রথমবারের মত নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে ক্রিকেট নামিবিয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতেই নারী ক্রিকেটারদের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। ঘোষণা এসেছে ২৬ মার্চ, নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে এক অনুষ্ঠানে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
নামিবিয়া নারী ক্রিকেট দল। ফাইল ছবি
নারী ক্রিকেটারদের চুক্তির আওতায় আনার মধ্যে নামিবিয়ার প্রথম স্পোর্টস গভর্নিং বডি হিসেবে ছেলে এবং মেয়ে উভয় জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় আনতে সক্ষম হয়েছে নামিবিয়া ক্রিকেট। ১০ জন নারী ক্রিকেটারকে আনা হয়েছে চুক্তির আওতায়।
ক্রিকেট নামিবিয়ার সিইও জোহান মুলার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘প্রথমবারের মত আমরা নারীদের খেলায় পেশাদারিত্ব আনতে পেরেছি। দেশের ক্রীড়া অঙ্গনের জন্য এটি গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। প্রথমবার নারীরা এমন চুক্তিতে স্বাক্ষর করল যেখানে ক্রিকেট তাদের পেশা। ১০ জন নারী এখন থেকে তাদের প্যাশন জয় করার মাধ্যমে নিজেদের সংসারে সমর্থন করতে পারবে। আমরা ক্যাপ্রিকন গ্রুপ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই।’
২০১৮ সালে আইসিসির কাছ থেকে টি-টোয়েন্টি স্ট্যাটাস পায় নামিবিয়া নারী দল। বর্তমানে আইসিসির নারীদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১৭তম স্থানে রয়েছে নামিবিয়া। এটি তাদের ইতিহাসের সেরা অবস্থান।
একনজরে কেন্দ্রীয় চুক্তির আওতায় আসা নামিবিয়ার নারী ক্রিকেটাররা :
কেইলেন গ্রিন, সুন উইটম্যান, আরাস্তা ডিরগার্ডট, এডেলে ভ্যান জিল, বিয়ানকা মানুয়েল, ইরেনে ভ্যান জিল, উইলকা মাওয়াটিলে, মেকেলায়ে মাওয়াটিলে, নাওমি বেনজামিন এবং সাইমা তুহাডেলেনি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।