Scores

নারী ক্রিকেটে ওভার কমানোর প্রস্তাব ওয়াকারের

সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমান কোচ ওয়াকার ইউনিস নারী ক্রিকেটে একদিনের ম্যাচে ওভার কমানোর প্রস্তাব করেছেন। বর্তমানে ছেলেদের ক্রিকেটের মতো নারীদের ক্রিকেটেও ওয়ানডে ম্যাচে পুরো ৫০ ওভার খেলা হয়। ওয়াকার মনে করছেন, নারী ক্রিকেটে ইনিংসের সীমা ৩০ ওভারে কমিয়ে আনলে সার্বিক বিচারে তা যথার্থ হবে।

তার প্রস্তাবের যৌক্তিকতা বোঝাতে ওয়াকার টেনিসের সাথে তুলনা করেছেন ক্রিকেটকে। টেনিস খেলায় ছেলেদের জন্য ৫ সেট প্রচলিত থাকলেও মেয়েদের জন্য তা ৩ সেট।

Also Read - এখনই ঊনিশ বিশ্বকাপ নিয়ে ভাবনায় রুবেল


আইসিসিকে উদ্দেশ্য করে টুইটারে ওয়াকার পোষ্ট করেন, ‘ক্রিকেট বিশ্বকাপে মেয়েদের জন্য ইনিংসে ৩০ ওভার করে রাখলে কেমন হয়?’ টেনিসের মতো, যেখানে ছেলেদের খেলতে হয় ৫ সেট আর মেয়েদের ৩। এটি আমার পরামর্শ। আমি মনে করি ৫০ ওভার নারী বিশ্বকাপের জন্য কিছুটা বেশি।’

তবে ওয়াকার ইউনিসের এমন দাবি কতটা ধোপে টেকে সেটিই এখন দেখার বিষয়। কেননা ক্রিকেট এবং টেনিস সম্পূর্ণ ভিন্নধর্মী দুটি খেলা। টেনিস খেলায় প্রচুর ঘাম ঝরলেও সেই তুলনায় ক্রিকেট অনেক আমোদে। তাছাড়া ফুটবলের মতো পরিশ্রমী খেলায়ও সমান ৯০ মিনিট করেই খেলেন পুরুষ ও নারী উভয় ফুটবলাররাই।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

সফরের মাঝপথে ছুটি নিলেন ওয়াকার

ওয়াকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসিফের

এক শর্তে পাকিস্তান দলে ফিরবেন আমির

আমিরের অবসর পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে

অবসাদ কাটাতে দল ছাড়ছেন ওয়াকার