██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

নাসুমের অনবদ্য প্রত্যাবর্তন, দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

নাসুমের অনবদ্য প্রত্যাবর্তন, দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

নাসুমের অনবদ্য প্রত্যাবর্তন, দাপুটে জয়ে সমতায় বাংলাদেশ

প্রকাশিত হয়েছে - 2024-11-09T23:39:35+06:00

আপডেট হয়েছে - 2024-11-09T23:39:35+06:00

অবশেষে মিলেছে শান্তির জয়, স্বস্তির জয়, বহু অপেক্ষার অবসান ঘটিয়ে মিলেছে এই জয়। একের পর এক হারে ক্লান্ত এক দল বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে ৬৮ রানে। স্বস্তির এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। সিরিজের তৃতীয় ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

বাংলাদেশের দাপুটে জয়। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ওপেনার তানজিদ হাসান তামিম। ভালো শুরু পেলেও অবশ্য ইনিংসটা লম্বা করতে পারেননি তানজিদ। দলের ২৮ রানের মাথাতে থেমেছেন তানজিদ। সাজঘরে ফেরার আগে খেলেছেন ১৭ বলে ২২ রানের আগ্রাসী এক ইনিংস। তাকে আউট করেছেন আল্লাহ মোহাম্মদ গাজানফার।

এরপর সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত মিলে দলের রান বাড়িয়েছেন। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে স্বস্তিতে ছিল বাংলাদেশ। ফিফটির সম্ভাবনা জাগালেও ফিফটিটা ছুঁতে পারেননি সৌম্য। দলীয় ৯৯ রানের মাথাতে ৪৯ বলে ৩৫ রান করে বিদায় নেন টাইগার ওপেনার। সৌম্যকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রশিদ খান। তবে শান্ত ক্রিজে টিকে ছিলেন। শুরুতে চালিয়ে খেলা শান্তর রানের গতি কিছুটা কমে এসেছিল সময়ের সাথে। ধীরেসুস্থে খেলে ফিফটি ছুঁয়ে ফেলেন অধিনায়ক।

  ভালো খেলতে থাকা সৌম্যকে ফেরান গাজানফার। 
চারে নামা মেহেদী হাসান মিরাজও ব্যাট হাতে ছিলেন বেশ সাবলীল। শান্ত অবশ্য এগোতে থাকেন বেশ ধীরগতিতে। মাঝে দারুণ এক গুগলিতে মিরাজকে বোল্ড করে দেন রশিদ। ৩৩ বলে ২২ রানের ইনিংস খেলে দলীয় ১৫২ রানের মাথায় আউট হন মিরাজ।

 

মাঝে তাওহিদ হৃদয় ১৬ বলে ১১ রান করে বিদায় নেন। দলের ১৮৩ রানের মাথায় থামেন অধিনায়ক শান্তও। নানগায়েলিয়া খারোটের বলে মোহাম্মদ নবীর ক্যাচ হয়ে সাজঘরে ফিরে যান শান্ত। বিদায় নেওয়ার আগে ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি।

 

একই ওভারে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও ধরেছেন শান্তর দেখানো পথ। ৯ বলে ৩ রান করে বিদায় নেন রিয়াদ। দ্রুত ২ উইকেটের পতনের ফলে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ।

 ফিনিশিংয়ে ঝড় তোলেন জাকের। 
এরপর ক্রিজে জুটি বাঁধেন অভিষিক্ত জাকের আলী অনিক এবং প্রায় ১ বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নাসুম আহমেদ। ক্রিজে বেশ ভালোভাবে জমে যান দুজন। শেষ দিকে ফিনিশিংয়ে ঠিক যেমন ব্যাটিং দরকার ছিল তেমনটাই করেছেন জাকের এবং নাসুম। দুজনের মারমুখি ব্যাটিংয়ে গতি পায় বাংলাদেশের ইনিংস। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে বোর্ডে রান তুলতে থাকেন দুজন।

 

৭ম উইকেটে নাসুম এবং জাকের মিলে যোগ করেন ৪৬ রান। চমৎকার আগ্রাসী ব্যাটিংয়ে ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলে দলের ২৩০ রানের মাথায় থামেন নাসুম। অন্যদিকে জাকের শেষ পর্যন্ত টিকে থেকে খেলেন ২৭ বলে ৩৭ রানের হার না মানা এক ইনিংস। দুর্দান্ত ফিনিশিংয়ের সুবাদে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ২৫২ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

 

আফগানিস্তানের হয়ে ৩ উইকেট শিকার করেন নানগেয়ালিয়া খারোটে। ২টি করে উইকেট নেন রশিদ খান এবং আল্লাহ মোহাম্মদ গাজানফার।


জবাব দিতে নামা আফগানিস্তানকে প্রথম ধাক্কাটা দিয়েছেন তাসকিন আহমেদ। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে দলের ১৮ রানের মাথায় ফেরান তাসকিন। ৮ বলে ২ রান করে বিদায় নেন গুরবাজ। এরপর জুটি বাঁধেন সেদিকউল্লাহ আতাল এবং রহমত শাহ।

 

আতাল-রহমতের জুটিতে ভালোই এগোচ্ছিল আফগানিস্তান। দুজনের জুটিটা ভেঙেছেন প্রায় ১ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা নাসুম আহমেদ। ৫১ বলে ৩৯ রান করেন আতাল। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন রহমত।  

  সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ দল। 

কার্যকরী ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে ফেলেন রহমত শাহ। বাংলাদেশের বিপদ বাড়াচ্ছিলেন যেন। তবে ফিফটির পরেই তাকে থামিয়েছে বাংলাদেশ। ক্রিজে ভুল বোঝাবোঝির ফলে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন রহমত। এর ঠিক আগে হাশমতউল্লাহ শহীদি এবং আজমতউল্লাহ ওমরজাইও। মাত্র ৬ বলের মধ্যে আফগানদের ৩ উইকেট তুলে ম্যাচের লাগাম নিয়ে নেয় বাংলাদেশ।


এরপর গুলবাদিন নাইব কিছুটা আভাস দেন ঝড়ের। কিন্তু তাকে থামিয়ে দেন শরিফুল ইসলাম। ২৫ বলে ২৬ রান করে বিদায় নেন নাইব। পরের ওভারে মোহাম্মদ নবীর গুরুত্বপূর্ণ উইকেটটি নেন মেহেদী হাসান মিরাজ। একের পর এক উইকেটের পতনের ফলে খাদের কিনারায় চলে যেতে থাকে আফগানরা। বাংলাদেশ চলে যেতে থাকে জয়ের খুব কাছে। 


শেষে খারোটেকে ফেরান মিরাজ। ১৬ বলে ১৪ রান করা রশিদ খানকে ফেরান মুস্তাফিজুর রহমান। ১১ বলে ১ রান করা গাজানফারকে ফিরিয়ে আফগানদের অলআউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সেই নাসুম। ১৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশ পায় ৬৮ রানের দারুণ এক জয়। 


বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন নাসুম। ২টি করে উইকেট শিকার করেন মুস্তাফিজ এবং মিরাজ। ১টি করে উইকেট তোলেন তাসকিন এবং শরিফুল। 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



 

 

 

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.