
নাসুমের সাহসের প্রশংসায় শান্ত
প্রকাশিত হয়েছে - 2024-11-10T04:31:32+06:00
আপডেট হয়েছে - 2024-11-10T04:31:32+06:00
কতশত অবহেলা, বঞ্চনা, অন্যায় সহ্য করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন নাসুম আহমেদ। প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের চেয়েও রঙিন। ব্যাট হাতে মহাগুরুত্বপূর্ণ ২৫ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে দারুণ কিপটে বোলিংয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাসুম। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ব্যাট হাতে দারুণ খেলেছেন নাসুম।
নাসুমের এমন অলরাউন্ড নৈপুণ্যে ভর করে আফগানিস্তানকে
৬৮ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ। ম্যাচ শেষে
টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও প্রশংসা করেছেন নাসুমের।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমার মনে হয় সবসময় খেলায় মনোযোগ ধরে রাখা উচিত এবং সে অইটাই করেছে। নাসুম এর আগেও ড্রেসিংরুমেও ছিল, ফলে মিরাজদের সাথে এডজাস্টমেন্টের কোনো সমস্যা হয়নি। ব্যাটিং-বোলিং যেভাবে করেছে সেটা দলকে সাহায্য করেছে এবং খুব সাহসের সাথে করেছে। ফলে তার অ্যাপ্রোচ আমার খুবই ভালো লেগেছে। আশা করব যে পরের ম্যাচেও এভাবেই করবে ইনশাল্লাহ।’
এছাড়া নাসুমের সাথে জাকের আলী অনিকের গড়া জুটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করছেন শান্ত, ‘(ম্যাচের টার্নিং পয়েন্ট) জাকের-নাসুমের ব্যাটিং। যেভাবে শেষ করল ইনিংস। বোলিং মনে হয় ওভারল ভালো করেছে বোলিং ইউনিট। ফিল্ডাররা আমার মনে হয় আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে ভালো ছিল।
এছাড়া জয়ের কৃতিত্ব বাকিদেরও দিয়েছেন শান্ত, ‘(মেহেদী হাসান) মিরাজ এবং নাসুম যেভাবে বল করেছে তাদের কৃতিত্ব দিতেই হবে। বল হাতে আমরা যেভাবে শুরু করেছি, তাসকিন (আহমেদ) (রহমানউল্লাহ) গুরবাজকে ফিরিয়ে দিল। সে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যাটার। আমি ফিল্ডিংয়ের মাঝে অনেক এনার্জি দেখতে চাই এবং তারা আজ সেটা করে দেখিয়েছে। ফিনিশিংটা যেভাবে হয়েছে তাতে আমরা ভালো মোমেন্টাম পেয়ে যাই। আমি জাকের কাছ থেকে এবং লোয়ার মিডল অর্ডারের কাছ থেকে এটাই চাই।’
১-১ সমতায় সিরিজ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ১১ নভেম্বর।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।