নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার রাজসিক জয়
বিশ্বকাপে প্রোটিয়াদের জয়রথ ছুটছেই।

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার রাজসিক জয়
প্রকাশিত হয়েছে - 2023-11-01T21:45:01+06:00
আপডেট হয়েছে - 2023-11-01T21:45:01+06:00
আর কতকাল সহ্য করতে হবে চোকার্স অপবাদ? এবারের বিশ্বকাপে যেন নিজেদের সেই বিখ্যাত চোকার্স অপবাদের দফারফা করতে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। একের পর এক বিশাল বিশাল জয়ে গুঁড়িয়ে দিচ্ছে প্রতিপক্ষকে। এবার নিউজিল্যান্ডকে ১৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল প্রোটিয়ারা।[এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
দক্ষিণ আফ্রিকা আছেন উড়ন্ত ফর্মে। ছবি : গেটি ইমেজস
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে রান আসে ৩৮। অধিনায়ক টেম্বা বাভুমা ২৮ বলে ২৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান। বাভুমাকে ফিরিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। তাকে ফিরিয়েই যেন বিশাল এক ভুল করে ফেললেন বোল্ট।
ভুল করার কারণ হচ্ছে বাভুমার আউটের পর যেন তেঁতে ওঠে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে এসে বেধড়ক পিটুনি শুরু করেন র্যাসি ভ্যান ডার ডুসেন। সেই সাথে টিকে থাকা ওপেনার কুইন্টন ডি ককও যোগ দেন। দুজনের ধুন্ধুমার ব্যাটিংয়ে এগোতে থাকে প্রোটিয়াদের ইনিংস। বাভুমাকে হারানোর প্রভাব একদমই পড়েনি ইনিংসে।
ডুসেন-ডি-কক দুজনই ছিলেন বিধ্বংসী ফর্মে। ছবি : গেটি ইমেজস
কিউই বোলারদের পিটিয়ে তুলোধুনো করতে থাকেন ডুসেন এবং ডি কক। তাদের একের পর এক চার-ছক্কার মারে ফুলেফেঁপে উঠতে থাকে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ড। মারমুখি ব্যাটিংয়ে দুজনেই ছুঁয়ে ফেলেন ফিফটি।
ফিফটি পার করে সাবলীল ব্যাটিংয়ে ছুটতে থাকেন ডুসেন এবং ডি কক। দুজনই সময়ের সাথে সাথে আগ্রাসী ব্যাটিংয়ের ধার বাড়িয়েছেন। কিউই বোলারদের কচুকাটা করে রান তুলছিলেন ডি কক এবং ডুসেন। তাদের এমন অমানবিক ব্যাটিংয়ের সামনে যেন দিশেহারা হয়ে পড়ছিলেন কিউই বোলাররা, কোনো জবাবই ছিল না তাদের সামনে।
দুজনের মধ্যে আগে সেঞ্চুরির দেখা পেয়েছেন ডি কক। সেঞ্চুরি ছুঁয়েই থেমেছেন তিনি। ১১৬ বলে ১১৪ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে দলের ২৩৮ রানের মাথায় আউট হন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে রান আসে ২০০।
ডুসেনও হাঁকিয়েছেন ঝড়ো সেঞ্চুরি। ছবি : গেটি ইমেজস
ডি ককের বিদায়ের পরেও আরও কিছুক্ষণ ক্রিজে ছিলেন ডুসেন। কিউই বোলারদের ইচ্ছামত শাসন করেছেন তিনি। আগ্রাসী ব্যাটিংয়ে দারুণ এক সেঞ্চুরি তুলে ফেলেন ডুসেন। সেঞ্চুরির পরেও আরও কিছুক্ষণ আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রদর্শনী অব্যাহত রাখেন তিনি। দলের ৩১৬ রানের মাথায় আউট হওয়ার আগে ১১৮ বলে ১৩৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ডুসেন। ডি কক এবং ডুসেন দুজনের সাবলীল এবং চরম আগ্রাসী ব্যাটিং ছিল একদম চোখে লেগে থাকার মত।
ডুসেনের আউটের পরেও কমেনি দক্ষিণ আফ্রিকার রানের গতি। বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে দলের ইনিংস বড় করতে থাকেন ডেভিড মিলার। ঝড়ো এক ফিফটি হাঁকিয়ে ৩০ বলে ৫৩ রানের ক্যামিও ইনিংস খেলেন মিলার। নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।
নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেন টিম সাউদি। এছাড়া ১টি করে উইকেট নেন জেমস নিশাম এবং ট্রেন্ট বোল্ট।
জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে সাজঘরে ফিরে যান দলের ৮ রানের মাথায়। ৬ বলে ২ রান করেন কনওয়ে। আরেক ওপেনার উইল ইয়ং এক প্রান্ত আগলে খেলতে থাকেন। তবে বাকিদের মধ্যে কেউ খুব বেশিক্ষণ টেকেননি ক্রিজে। বিশ্বকাপে কিউইদের সারপ্রাইজ প্যাকেজ রাচিন রবীন্দ্র ১৬ বলে ৯ রান করে আউট হন। ইয়ং নিজেও আউট হয়েছেন ৩৭ বলে ৩৩ রান করে। দলের বোর্ডে তখন ৫৬ রান।
বিশ্বকাপে যেন উড়ন্ত ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা। ছবি : গেটি ইমেজস
এরপর থেকে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। মাঝে ড্যারিল মিচেল কিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ স্থায়ী হননি তিনিও। ৩০ বলে ২৪ রান করে দলের ১০০ রানের মাথায় ফেরেন মিচেল।
কিউই ব্যাটারদের মধ্যে কেউই দায়িত্ব নিয়ে লম্বা সময় খেলতে পারেননি। ধুঁকতে ধুঁকতে এগিয়েছে তাদের ইনিংস। একের পর এক উইকেট হারিয়ে অল্প রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৩৫.৩ ওভারে মাত্র ১৬৭ রানে গুঁটিয়ে যায় কিউইরা। ১৯০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে গ্লেন ফিলিপস ৪৯ বলে ৬০ রানের লড়াকু ইনিংস খেললেও তাতে হারের ব্যবধানটাই কমেছে শুধু, মেলেনি জয়ের দেখা।
প্রোটিয়াদের হয়ে ৪ উইকেট নেন কেশভ মহারাজ। এছাড়া ৩ উইকেট তোলেন মার্কো ইয়ানসেন।
দারুণ এই জয়ের পর ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ৮ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ডের অবস্থান ৪ নম্বরে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।