নিজের ব্যাটিং নিয়ে এখনও সন্তুষ্ট নন শান্ত
ম্যাচসেরা হলেও সন্তুষ্ট হতে পারছেন না শান্ত।

প্রকাশিত হয়েছে - 2024-11-10T04:16:48+06:00
আপডেট হয়েছে - 2024-11-10T04:16:48+06:00
অবশেষে স্বস্তির জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। টানা ম্যাচ হারের পর আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানে জিতেছে টাইগাররা। ম্যাচে ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন নাজমুল হোসেন শান্ত, জিতেছেন ম্যাচসেরার পুরস্কারটাও। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
তবে ম্যাচসেরা হলেও নিজের ব্যাটিং নিয়ে এখনও খুশি হতে পারছেন না শান্ত। আরও লম্বা সময় ব্যাট করতে চেয়েছিলেন তিনি, তাতে দলের আরও লাভ হত বলে মনে করেন শান্ত।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘সত্যি কথা বলতে গেলে, আমি আসলে খুশি না আমার ব্যাটিং নিয়ে। আমার আরও বেশিক্ষণ ব্যাট করা দরকার ছিল কারণ উইকেটে স্পিন খেলাটা কঠিন ছিল।’
এছাড়া সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমি যে সময় আউট হলাম, আমার মনে হয়েছিল ৪৫-৪৭ ওভার পর্যন্ত যদি ব্যাট করতে পারতাম, তাহলে হয়ত শেষ দিকে রিয়াদ ভাই, জাকেরদের জন্য আরও সহজ হত। নাসুম লাকিলি ভালো ব্যাটিং করেছে। আমি স্টিল খুশি না। যদি দেখেন তিন ফরম্যাটে আমার ব্যাটিংটা বেশ কয়েকটা ইনিংস বড় করতে পারছিলাম না। মাঝে একটা ভালো শুরুর পর আউট হচ্ছি। এই জায়গায় উন্নতির জায়গা আছে। তিনে আমার ব্যাটার হিসেবে দায়িত্ব থাকে। লক্ষ্য থাকবে পরের ম্যাচে কীভাবে, এখানে ৫০ বা ১০০ করার ব্যাপার না। লক্ষ্য হচ্ছে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া। তবুও আমি আমার আজকের ব্যাটিং নিয়ে খুশি না।’
সিরিজে এখন ১-১ সমতা। আগামী ১১ নভেম্বর মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।