Scores

নিয়ন্ত্রণে এসেছে সাকিবের আঙুলের সংক্রমণ

চোট পেয়েছিলেন বছরের শুরুতে। এরপর বেশ কদিন বিশ্রামে থাকলেও পুরোপুরি সারেনি সেই চোট। এই অবস্থায়ই এশিয়া কাপে খেলতে গিয়ে আঙুলে সংক্রমণ হয়ে গিয়েছিল সাকিব আল হাসানের। তবে স্বস্তির খবর, সাকিবের আঙুলের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।

নিয়ন্ত্রণে এসেছে সাকিবের আঙুলের সংক্রমণ
মেলবোর্নে চিকিৎসাধীন সাকিব আল হাসান। ছবি: ফেসবুক

মেলবোর্নে চিকিৎসককে দেখানোর পর মঙ্গলবার সাকিবের ইনজুরির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা গেছে। মেডিকেল রিপোর্টের তথ্য এনে দিয়েছে স্বস্তিই। তবে আরও এক সপ্তাহ সেখানে পূর্ণাঙ্গ বিশ্রাম শেষে দেশে ফিরতে পারবেন সাকিব।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোকে সাকিব বলেন, রিপোর্ট সব ভালোইনফেকশন নিয়ন্ত্রণে আছেতবে পুরো সেরে উঠতে সময় লাগবে।’

মেলবোর্নে আরও সাতদিন অবস্থানকালে সাকিবকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হবে। দেশে ফেরার আগে আবারও করণীয় জানাবেন চিকিৎসক। অন্তত রোববার পর্যন্ত থাকতে হবে হাসপাতালেই। বাঁহাতের কনিষ্ঠা আঙুলের সেরে ওঠার দৃষ্টান্ত হয়ে চামড়া ওঠাও শুরু করেছে। তিন মাসের মধ্যে ব্যথা পুরোপুরি সেরে গেলে হয়ত অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা ছাড়াই আবার ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।

Also Read - জীবন বাঁচাতে রেস্তোঁরায় কাজ ক্রিকেটার রাসেলের


চলতি বছরের শুরুর দিকে ত্রিদেশীয় সিরিজে খেলার সময় হাতে চোট পান সাকিব। সেই চোটের কারণে ছিটকে পড়েন মাঠের বাইরে। সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ। এরপর নিদাহাস ট্রফির মাঝপথে মাঠে ফিরলেও তখনও সাকিবের চোট ছিল সঙ্গী।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার পর জানা যায়, অস্ত্রোপচার ছাড়া সেরে উঠবেন না সাকিব। এ সময় বোর্ডের মধ্যস্থতায় এশিয়া কাপে খেলার সিদ্ধান্ত নেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আর এশিয়া কাপের মাঝপথেই জানা যায়, সাকিবের ইনজুরি মারাত্মক রুপ ধারণ করেছে।

তড়িঘড়ি করে সাকিবকে দেশে পাঠানোর পর দেশের প্রথম সারির হাসপাতালের চিকিৎসকরা জানান সাকিবের আঙুলের দুরাবস্থার কথা। এরপর ছোটোখাটো অস্ত্রোপচারের পাশাপাশি দুই দফা পুঁজ বের করার পর তাকে পরবর্তী পরামর্শের জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাঠানো হয়, যেখানে বর্তমানে তিনি অভিজ্ঞ হস্ত চিকিৎসক গ্রেগ হোয়ের তত্ত্বাবধানে রয়েছেন।

আরও পড়ুন: ফতুল্লায় মেট্রো, কক্সবাজারে বৃষ্টির দাপট

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শ্রীলঙ্কা সিরিজে ডাক পেলেন তাসকিন ও ফরহাদ রেজা

আমি নিজেকে যোগ্য মনে করি: সুজন

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের অধিনায়ক তামিম

“সাকিবের ব্যাকআপ হিসেবেই দুই-তিনজন লাগে”

শ্রীলঙ্কায় মাশরাফির শেষ সফর, শেষ বিদেশ সফর কিনা নিশ্চিত নন