নিয়ম ভেঙে আইসিসির শাস্তির মুখে সাউদি
১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে সাউদির নামের পাশে।

নিয়ম ভেঙে আইসিসির শাস্তির মুখে সাউদি
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-14T21:38:43+06:00
আপডেট হয়েছে - 2024-06-14T21:38:43+06:00
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙে সাজার মুখে পড়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার টিম সাউদি। কোড অব কন্ডাক্টের লেভেল ১ পর্যায়ের ধারা ভঙ্গ করেছেন সাউদি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে রোমাঞ্চে ঠাসা ম্যাচে নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা দাঁড় করায় ১৪৯ রানের পুঁজি। জবাব দিতে নেমে লক্ষ্যের দিকে এগোতে থাকে নিউজিল্যান্ড। কিউইদের ব্যাটিংয়ের ১৮তম ওভারে আলজারি জোসেফের বলে জোসেফকেই ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে আউট হন সাউদি। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে হ্যান্ড সেনিটাইজারের বোতলে সজোরে আঘাত করেন টিম সাউদি।
এই কাজের মাধ্যমে আইসিসির কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার্সের ২.২ ধারা ভঙ্গ করেছেন সাউদি। যেখানে ক্রিকেটের কোনো সরঞ্জামের ক্ষতি করার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। সাউদি ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে নিজের ভুল স্বীকার করে নেওয়ার ফলে কোনোরকম আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। কিউই পেসারের নামের পাশে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।
২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পেয়ে গেলে তিনি এক টেস্ট অথবা দুই ওয়ানডে অথবা দুই টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন। ২৪ মাসের মধ্যে সাউদি প্রথমবার পেলেন ডিমেরিট পয়েন্ট।
বিশ্বকাপটা একদমই ভালো যাচ্ছে না সাউদির দল নিউজিল্যান্ডের। টানা দুই হারের ফলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে কিউইদের। তাদের গ্রুপ থেকে সুপার এইটে চলে গেছে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।