নেতৃত্ব ছাড়ার পর প্রশংসায় ভাসছেন বাবর আজম
অধিনায়ক হিসাবে বাবর আজমের সেবার জন্য ক্রিকেটাররা তার প্রশংসা করছেন।

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-11-16T11:51:01+06:00
আপডেট হয়েছে - 2023-11-16T11:51:01+06:00
পাকিস্তানের তিন সংস্করণেরই অধিনায়ক ছিলেন বাবর আজম। বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে তিনি একইসাথে তিন সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। আগে থেকেই তার অধিনায়কত্ব নিয়ে বেশ সমালোচনা ছিল। তবে এই কঠিন মুহূর্তে বাবর পাশে পাচ্ছেন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের।
পাকিস্তান দল
২০১৯ সালে পাকিস্তানের রঙিন পোশাকের নেতৃত্ব পেয়েছিলেন বাবর। ২০২১ সালে টেস্ট সংস্করণেরও দায়িত্ব পান তিনি। ওয়ানডে সংস্করণে তার নেতৃত্বেই সম্প্রতি আইসিসি ওডিআই র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। তবে অধিনায়ক হিসেবে বাবরের সমাপ্তি ভালোভাবে হলো না। নানান সমালোচনার পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেছেন, তাদের হৃদয়ের অধিনায়ক বাবরই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "অধিনায়ক, তুমি আমাদের হৃদয়ের অধিনায়ক। তুমি অবশ্যই পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে পাকিস্তানের জন্য তোমার সততা, ভালোবাসা, নিষ্ঠা, চিন্তাভাবনা এবং প্রচেষ্টার দিকে নজর দিতে হবে। তুমি পাকিস্তানের জন্য উজ্জ্বল পারফরম্যান্স করতে থাকো, আমিন।"
বাবর নেতৃত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়া শাহীন আফ্রিদি লিখেছেন, "আপনার দৃষ্টান্তমূলক নেতৃত্বে, সত্যিকারের টিমওয়ার্ক এবং সৌহার্দ্যের সাক্ষী হওয়া একটি সৌভাগ্যের বিষয়। দলীয় ঐক্য ও সম্মিলিত সাফল্যের প্রতি আপনার অগ্রণী নেতৃত্ব এবং অঙ্গীকার প্রশংসনীয়। আপনাকে আরও ব্যাটিং রেকর্ড ভাঙতে দেখার অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ।"
পেসার নাসিম শাহ লিখেছেন, "চার বছরের আনন্দ, আপনার নেতৃত্বে সাদা বলের ক্রিকেটে অভিষেক করতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। আপনি সর্বদা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের সবাইকে "এক দল, এক স্বপ্নে" বিশ্বাসী করিয়েছেন। ইনশাআল্লাহ, আমরা আপনাকে আমাদের প্রিয় পাকিস্তানের জন্য অনেক ব্যাটিং রেকর্ড ভাঙতে দেখব।"
বাবরের বন্ধু ও সহ-অধিনায়ক শাদাব খান লিখেছেন, "শুভ কামনা, বাবর আজম। তোমার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায়। আমি নিশ্চিত আরো ভালো পারফরম্যান্স করবে।"
এছাড়া সাবেক দুই ক্রিকেটার সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজ আশা করেছেন, বাবর এবার ব্যাটিংয়ে আরো মনোযোগ দিয়ে আরো ভালো করতে পারবেন। আরেক সাবেক পাকিস্তানি অধিনায়ক আজহার আলি মনে করছেন, ভবিষ্যতে বাবরকে আবারো পাকিস্তানের অধিনায়ক হিসেবে দেখতে পারবেন।