পাকিস্তানকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো ভয়ডরহীন ক্রিকেট খেলাতে চান গিলেস্পি
পাকিস্তানের খেলার ধরন পাল্টে ফেলতে চান গিলেস্পি

প্রকাশিত হয়েছে - 2024-07-27T14:28:15+06:00
আপডেট হয়েছে - 2024-07-27T14:28:15+06:00
অনেকদিন ধরেই ব্যর্থতার বৃত্তে বন্দী পাকিস্তান। গত ওয়ানডে বিশ্বকাপের পরও পরিবর্তন হয়নি দলের অবস্থা। সাদা বলের নতুন কোচ গ্যারি কারস্টেনের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ পাকিস্তান। এমন অবস্থায় পাকিস্তানকে ভয়ডরহীন ক্রিকেট খেলাতে চান দলটির লাল বলের কোচ জেসন গিলেস্পি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
জেসন গিলেস্পি
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে গিলেস্পির অধীনে খেলা শুরু করবে পাকিস্তান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজ থেকে দলের খেলার ধরন পাল্টে ফেলতে চান টেস্ট কোচ গিলেস্পি।
উদাহরণ হিসেবে বলেছেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কথা। দলের সবার থেকে সেরাটা বের করে আনতে চান সাবেক এই অজি তারকা।
গিলেস্পি বলেছেন, " আমি চাই পাকিস্তানের মানুষ এবং মিডিয়া জাতীয় দলের খেলা দেখে বলুক, এরকম স্টাইলে দলের ক্রিকেট খেলা উচিৎ। সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে ইংল্যান্ড। কারও কোনো সন্দেহ নেই যে ইংল্যান্ড কেমন ভয়ডরহীন ক্রিকেট খেলে। সকলেই জানে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের মাইন্ডসেট কেমন। আমি এটাই আমার দলের মধ্যে আনতে চাই। আমি চাই না কোচ হিসেবে দলে যোগ দিয়ে শুধুই এটা করতে চাই বা ওটা করতে চাই বলব। আমার কাজ দলের সবাইকে সমর্থন করা আর ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বের করে নিয়ে আসা।"
গিলেস্পির মতে, খেলার সাথে সঙ্গতিপূর্ণ খেলোয়াড় নিয়ে দল গঠন করতে হবে। ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে কোচিং স্টাফের সমন্বয় করে উন্নতি করতে হবে।
" আমি মাত্রই এখানে এসেছি। প্রথমে ক্রিকেটার ও অন্যান্য কোচদের সঙ্গে বসে তাদের মধ্যে কিছু বিষয়ে আলাপ করতে চাই। আমরা বিশ্বের অন্যান্য দেশ কীভাবে ক্রিকেট খেলছে সে ব্যাপারে স্পষ্ট জানি। তারা সফল হচ্ছে কি না তা নয়, অন্তত তাদের অস্তিত্ব যে আছে সেটাই জানে সবাই। সে হিসেবে আমি সেটাই বলতে চাই, খেলার সঙ্গে সঙ্গতিপূর্ণ খেলোয়াড় নিয়ে স্কোয়াড গড়তে হবে এবং এগিয়ে যেতে হবে। ফর্মে থাকা ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফের সমন্বয় এবং পিসিবির সঙ্গে একত্রে আমরা নিশ্চিতভাবে উন্নতি ও সফলতার পথে এগিয়ে যেতে পারব।"
বিশ্বকাপ ব্যর্থতার পর ক্রিকেটারদের বিভিন্ন দেশের৷ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার নিয়ে বেশ কড়াকড়ি করেছে পাকিস্তান। অনাপত্তিপত্র পাননি বাবর-রিজওয়ান-নাসিম শাহরা। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন গিলেস্পি।
" আমরা চাই ক্রিকেটাররা লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করুক, কিন্তু পাকিস্তানের কথাও তো ভাবতে হবে। পরে এ নিয়ে সৎভাবে কিছু আলোচনা করতে হবে, কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের যা দরকার সেটাই করা হয়েছে।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।