পাকিস্তানিরা ক্ষমা করবে না, তাই আইপিএলে যাইনি : রমিজ
ভারতের সাথে সম্পর্ক শীতল করার ব্যাপারে আরও কৌশলী ভূমিকা নিতে যাচ্ছেন রমিজ।
বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে -
আপডেট হয়েছে -
খেলার সারসংক্ষেপ
বিচক্ষণ কূটনৈতিক অবস্থানে রমিজ রাজা যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধানের আসনে টিকে যাচ্ছেন, তা একপ্রকার নিশ্চিত। ফলে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের অবস্থান নিয়ে যেসব কাজ করে যাচ্ছিলেন তিনি, তা অব্যাহত রেখেছেন। বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক শীতল করার ব্যাপারে আরও কৌশলী ভূমিকা নিতে যাচ্ছেন রমিজ।
ভারত ও পাকিস্তানের দূরত্ব ঘোচাতে পাকিস্তান সবসময়ই সচেষ্ট ছিল। পরিকল্পনায় আছে চার জাতি টুর্নামেন্ট আয়োজনেরও। যদিও দুই দল দ্বিপাক্ষিক সিরিজই খেলে না এক দশক ধরে। যদিও ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট বিশ্ব অন্যরকম উন্মাদনা।
এসব নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে খোলামেলা আলোচনার সুযোগ পেয়েছিলেন রমিজ, তাকে সৌরভ আমন্ত্রণ জানিয়েছিলেন আইপিএলে। তবে সগৌরবে রমিজ ফিরিয়ে দেন সেই আমন্ত্রণ। কেন, তা জানিয়েছেন নিজেই।
রমিজ বলেন, ‘গত বছর এবং এ বছর সৌরভ আমাকে আইপিএল ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। ক্রিকেটীয় আচরণের দিক থেকে দেখলে তা সত্যিই ভালো বিষয়। কিন্তু পরিস্থিতি বিচার করেই আমন্ত্রণে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আইপিএলে গেলে পাকিস্তানের সমর্থকরা আমাকে ক্ষমা করতেন না।’
এদিকে রমিজ নতুন করে জানালেন, আইপিএলের আড়াই মাস উইন্ডো নিয়ে আইসিসির কাছে নালিশ করবেন তারা। আইপিএল আইসিসির কাছ থেকে আড়াই মাস উইন্ডো পেতে চায়। পাকিস্তানি ক্রিকেটাররা খেলার সুযোগ পান না বলে আইপিএলের এই উত্থান মানতে পারছে না পিসিবি।
রমিজ বলেন, ‘আইপিএলের উইন্ডো বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা হয়নি। আইসিসির কনফারেন্সে এই বিষয়ে আমি নিজের মতামত রাখব। আমার কথাটা খুবই সহজ ও স্পষ্ট। বিশ্ব ক্রিকেটে যদি এমন কোনো ঘটনা বা পরিবর্তন ঘটে, যার জেরে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা আইসিসির কাছে কড়াভাবে নিজেদের মতামত রাখব এবং সেই পরিবর্তনকে চ্যালেঞ্জ জানাব।’
রমিজ আরও জানিয়েছেন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সাথে ভারত ও পাকিস্তানের চার জাতির যে সিরিজের পরিকল্পনা করেছিল পিসিবি, তার আশা এখনও শেষ হয়ে যায়নি।